টিপু সুলতানের ইতিহাস বদলাতে চেয়ে বিতর্কে বিজেপি প্রার্থী ওয়েনাড়

কামান ও গোলা মজুতের এই ধরনের ঘাঁটিকে ব্যাটারি বলা হয়। ব্রিটিশরা সেকারণেই জায়গাটির নাম দিয়েছিল সুলতানস ব্যাটারি।

Must read

প্রতিবেদন : লোকসভা ভোটের মুখে ফের নামবদলের রাজনীতি করতে গিয়ে বিপাকে পড়লেন কেরলের বিজেপি (BJP) সভাপতি। ক্ষমতায় আসার পর থেকেই ধর্মীয় মেরুকরণ করতে গিয়ে নামবদলের রাজনীতিকে হাতিয়ার করছে মোদি সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস বিকৃতি ও গেরুয়াকরণের একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। হিন্দুত্বের রং চড়িয়ে দেশের ইতিহাস বদলের এই রাজনীতি করতে গিয়ে ভোটের মুখে বিতর্ক তৈরি করলেন কেরলের বিজেপি প্রার্থী। টিপু সুলতানের সেনাঘাঁটির শহরের নাম বদলের দাবি তুলেছেন কেরলের বিজেপি সভাপতি তথা ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থী কে সুরেন্দ্রন। তিনি কংগ্রেসের রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে তাঁর মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সমালোচনার ঝড়।

আরও পড়ুন-প্রথম দফার ভোটে রাজ্যে ৪২৮ মহিলা পরিচালিত বুথ

বৃহস্পতিবার ভোটপ্রচারে সুরেন্দ্রন বলেন, এবার ভোটে জিতলে ওয়েনাড়ের অন্তর্গত টিপু সুলতানের সেনাঘাঁটি সুলতান বাথেরি শহরের নাম বদলে গণপতি ভাত্তম করে দেওয়ার প্রস্তাব দেব। এরপরই টিপু সুলতানকে নিশানা করে ওয়েনাড়ের বিজেপি প্রার্থীর মন্তব্য, উনি ওয়েনাড়ের লক্ষ লক্ষ হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করেছিলেন। যদিও কংগ্রেসের সহযোগী আইইউএমএল নেতা কেপি কুনহোলিকুট্টি বৃহস্পতিবার সুরেন্দ্রনের বক্তব্যের সমালোচনা করে বলেন, কেরলের মাটিতে এমন ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলে না। কোনও জায়গার নাম জোর করে বদলে ফেলাও যায় না।

আরও পড়ুন-যুদ্ধবিরতির আলোচনার মাঝেই খতম হামাস শীর্ষনেতার তিন পুত্র, ইজরায়েলকে পাল্টা হুঁশিয়ারি

মহীশূরের সুলতান টিপু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য পশ্চিমঘাট পর্বতের কিডঙ্গানাথে তাঁর গোলন্দাজ বাহিনীর একটি ঘাঁটি তৈরি করেছিলেন। কামান ও গোলা মজুতের এই ধরনের ঘাঁটিকে ব্যাটারি বলা হয়। ব্রিটিশরা সেকারণেই জায়গাটির নাম দিয়েছিল সুলতানস ব্যাটারি। পরবর্তী কালে যা স্থানীয় ভাষায় সুলতান বাথেরি নামে পরিচিত হয়ে ওঠে। গত বছর কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগেও টিপু সুলতান বিতর্কে ধোঁয়া দিয়ে কংগ্রেসকে ‘হিন্দুবিরোধী’ বলে আক্রমণ করেছিল গেরুয়া শিবির। লোকসভা ভোটেও গেরুয়া শিবিরের সেই উদ্যোগ অব্যাহত।

Latest article