চিত্রকর যামিনী রায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

চিত্রকর যামিনী রায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যামিনী রায় ১৮৮৭ সালের ১১ এপ্রিল বাঁকুড়া জেলার বেলিয়াতোর গ্রামে একটি সমৃদ্ধ কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একটি গড় মধ্যবিত্ত, শিল্প প্রেমী পরিবারে বেড়ে উঠেছিলেন যা শেষ পর্যন্ত তার ভবিষ্যতের সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করেছিল। ১৬ বছর বয়সে তাঁকে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট-এ পড়ার জন্য পাঠানো হয়। বেঙ্গল স্কুলের প্রতিষ্ঠাতা অবনীন্দ্রনাথ ঠাকুর এই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন। তাকে প্রচলিত একাডেমিক ঐতিহ্যে ধ্রুপদী নগ্ন আঁকা এবং তেলে ছবি আঁকা শেখানো হয়েছিল এবং ১৯০৮ সালে তিনি ফাইন আর্টে তার ডিপ্লোমা অর্জন করেন।

১৯৩৪ সালে তিনি তার একটি কাজের জন্য একটি সর্বভারতীয় প্রদর্শনীতে ভাইসরয়ের স্বর্ণপদক পান। ১৯৫৪ সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন। ১৯৫৫ সালে তিনি ললিত কলা আকাদেমির প্রথম ফেলো হন, যা ললিত কলা একাডেমি, ভারতের জাতীয় শিল্প একাডেমি, ভারত সরকারের দ্বারা প্রদত্ত চারুকলার সর্বোচ্চ সম্মান।

Latest article