ভুল বোঝাচ্ছে কেন্দ্র, সচেতনতার বার্তা অভিষেকের, আশঙ্কাই সত্যি, বাতিল আরও আধার

গত কয়েকদিন ধরে ডাকযোগে চিঠি পাঠিয়ে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করা হয়েছে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি হল। আচমকাই বাতিল করা হয়েছে আধার কার্ড। গত কয়েকদিন ধরে ডাকযোগে চিঠি পাঠিয়ে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করা হয়েছে। চিঠির বয়ানে যে কারণ উল্লেখ করা হয়েছে, তাতেই মাথায় হাত তাঁদের। আধার বাতিল করে কেন্দ্র মানুষকে ভয় দেখাতে চাইছে। কেন্দ্রের এই চক্রান্ত শক্ত হাতে রুখতে হবে।

আরও পড়ুন-ভারতীয়দের ওপর হামলা, মৃত্যু নিয়ে কড়া হুঁশিয়ারি দিল বাইডেন প্রশাসন

আধার কার্ডের ২৮-এ ধারায় মূলত ‘বিদেশি’ বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হওয়ায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলে চিঠি পেয়েছেন বাসিন্দারা। লোকসভা ভোটের আগে এটা কেন্দ্রীয় সরকার ও বিজেপির একটি পরিকল্পিত চক্রান্ত। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে আধার কার্ড বাতিল নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রকে একহাত নিলেন। একইসঙ্গে তিনি দলের নেতা-কর্মীদের বার্তা দিলেন, মানুষকে বোঝাতে হবে, সচেতন করতে হবে। কেন্দ্র ভুল বোঝাচ্ছে। সেই ভুল ধরিয়ে মানুষের পাশে থাকতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল হয়েছে। আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। নির্বাচনের আগেই আধার কার্ড বাতিল করে কেন্দ্র চেষ্টা করছে মানুষ যাতে ভোট দিতে না পারে। এবার জামালপুরেও ডাকযোগে নিষ্ক্রিয় করা হল আধার কার্ড। জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’র রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। তার ফলে নাগরিকত্ব হারানোর আতঙ্ক গ্রাস করেছে এলাকায়। কেন্দ্র এভাবেই ভীতিপ্রদর্শন করছে লোকসভা ভোটের আগে।

Latest article