দিল্লি থেকে বাংলার বকেয়া ফিরিয়ে আনবই, আশ্বাস অভিষেকের

Must read

ভোটে বিজেপিকে ভোকাট্টা করতে হবে। এবারে লোকসভা ভোটে প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট। শুক্রবার, কাটোয়া বর্ধমানের ২ দলীয় প্রার্থীর সমর্থনে জনগর্জন সভা থেকে কেন্দ্র থেকে মোদি সরকারকে উৎখাত করার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়ান অভিষেক। আবাস ও ১০০ দিনের কাজে ২০২১-এর পর থেকে কতা টাকা দেওয়া হয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি প্রকল্প কিষাণ ক্রেডিট কার্ড ও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধে অপচেষ্টা করবে।

আরও পড়ুন-সিএএ জুমলা! কলকাতার যুবকের মৃত্যু নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ অভিষেকের

এদিন সভা মঞ্চ থেকে বাংলার পাওনা আদায়ে সরব হন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “গরিবের ন্যায্য দাবি নিয়ে দিল্লি গিয়েছিলাম। বাংলার প্রাপ্য টাকা ফিরিয়ে আনবই।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “বাংলায় হারার পর কেন্দ্রে এক পয়সাও দেয়নি। কেউ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। কোনও বিজেপি নেতা আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। আপনার ক্ষমতা থাকলে আমার সঙ্গে বিতর্কে যোগ দিন।“

তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “ভোটের আগে রাজনীতি করছে বিজেপি। ভোটে জেতার পর ২বছর কাউকে দেখা যায়নি। ভোট এসেছে, আবার আপনারা এসেছেন। আপনারা কার গ্যারান্টি নেবেন? দিদি না মোদি?“ ১৩ মে বর্ধমানে ভোটগ্রহণ। অভিষেক বার্তা দেন, “আজ খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম, ১৩ তারিখ আপনারা বিসর্জন করবেন।“

Latest article