রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরেরদিন রামভক্তদের ভিড়ে বিশৃঙ্খলা রামমন্দিরে

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বাধ্য হয়ে সাময়িক ভাবে বন্ধ করতে হয় মন্দির। রামকে ঘিরে আবেগের বাঁধ ভেঙেছে বহু মানুষের।

Must read

কাল প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রামলালার আর আজ সকাল থেকেই রামমন্দিরে (Rammandir) ভক্তদের ভিড় উপচে পড়েছিল। মন্দির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ (police) এবং প্রশাসন একপ্রকার হিমশিম খেয়ে গেল ভক্তদের সামলাতে। বেলা বাড়তেই ভিড় আরও বেড়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বাধ্য হয়ে সাময়িক ভাবে বন্ধ করতে হয় মন্দির। রামকে ঘিরে আবেগের বাঁধ ভেঙেছে বহু মানুষের।

আরও পড়ুন-নেতাজির প্ল্যানিং কমিশন তুলে দিল, নীতি আয়োগ নিয়ে মোদি সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী

২২ তারিখ প্রাণপ্রতিষ্ঠার দিন রামমন্দিরে জনসাধারণকে আসতে বারণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রচুর রামভক্ত দূর দূরান্ত থেকে অযোধ্যায় এসে পৌঁছেছে। সোমবার থেকেই অযোধ্যায় অকাল দিওয়ালি পালিত হয়েছে। আজ জনসাধারণের জন্য মন্দিরের দরজা খুলতেই আবেগের বাঁধ ভেঙে যায়। গভীর রাত থেকেই রামমন্দিরে প্রবেশ করার জন্য হাজার হাজার পূণ্যার্থী ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে।

আরও পড়ুন-ফ্লেমিং-এর গুচ্ছ নীহারিকা

বেলা বাড়তেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মন্দির প্রাঙ্গনে। এদিন ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন পুণ্যার্থী। ভক্তদের পদপিষ্ট হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয়ে যায় পুলিশ প্রশাসনের। আজ সকাল থেকেই মন্দিরের দরজা খোলার পর থেকেই সাধারণ মানুষ প্রবেশ করার জন্য রীতিমত ধাক্কাধাক্কি শুরু করে। টাল সামলাতে না পেরে অনেকেই মাটিতে পড়ে যান। পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হয়। কয়েকজন দর্শনার্থীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে গেরুয়া পতাকার লাঠি দিয়েই দর্শনার্থীদের ওপর চড়াও হয় তারা। সূত্রের খবর, নিরাপত্তার বেষ্টনী ভেঙে আজ মন্দিরে হাজার হাজার মানুষ ঢুকে পড়ার চেষ্টা করে। আজ,ভোরে প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী রামলালার দর্শন করতে মন্দিরে চলে আসেন। সংখ্যাটা সময়ের সাথে আরও বাড়ে। আপাতত রাম দর্শন বন্ধ করা হয়েছে বলেই খবর।

Latest article