মাসের শুরুতেই ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

Must read

লাগাতার বাড়ছে পেট্রোপণ্যের দাম। গত ১০ দিনে ৯ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। এবার বাড়ল বাণিজ্যিক (Commercial LPG Cylinder) গ্যাসের দাম। একধাক্কায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ২৫০ টাকা বাড়িয়ে দেওয়া হল। স্বভাবতই হোটেল ব্যবসায়ী ও এলপিজি চালিত গাড়ির মালিকরা এর ফলে বড়সড় ধাক্কা খেতে চলেছেন। এর পরোক্ষ প্রভাব পড়বে সেই মধ্যবিত্তদের উপরেই। এই মূল্যবৃদ্ধির ফলে শুক্রবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস (Commercial LPG Cylinder) সিলিন্ডারের দাম বেড়ে হল ২ হাজার ২৫৩ টাকা।

আরও পড়ুন: জম্মু- কাশ্মীর: বিয়েবাড়ি যাওয়ার পথে খাদে উল্টে গেল গাড়ি, মৃত ৯, জখম একাধিক

গত ১ মার্চই ১০৫ টাকা বাড়ানো হয় দাম। তারপর ২২ মার্চ দাম বাড়ানো হয় ৯ টাকা। এবার একধাক্কায় সিলিন্ডার পিছু ২৫০টাকা। গত দু’মাসে এই নিয়ে ১৯ কেজি-র বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৩৪৬ টাকা বাড়ল। স্বভাবতই মাথায় হাত ব্যবসায়ীদের।

এদিকে আজ, ১ এপ্রিল থেকেই বাড়ছে বিমানের জ্বালানির দামও। অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল অর্থাৎ ATF-এর দাম এদিন বাড়িয়ে দেওয়া হয়েছে ২ শতাংশ। শুক্রবার থেকে ১ কিলোলিটার অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের দাম বাড়ছে ২ হাজার ২৫৮ টাকা ৫৪ পয়সা করে। এখন থেকে দিল্লিতে ATF বিক্রি হবে ১ লক্ষ ১২ হাজার ৯২৪ টাকা ৮৩ পয়সা প্রতি কিলোলিটার।

Latest article