অগ্নিপথ নিয়ে আগামী সপ্তাহে শুনানি কোর্টে

আবেদনে দাবি করা হয়েছে, যে সমস্ত কর্মপ্রার্থী ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের নিয়োগে অগ্নিপথের শর্ত থাকা উচিত নয়।

Must read

নয়াদিল্লি : অগ্নিপথ নিয়ে সুপ্রিম কোর্টে জোড়া মামলার শুনানি হতে চলেছে আগামী সপ্তাহেই। একদিকে বায়ুসেনা বাহিনীতে চার বছরের জন্য নিয়োগের প্রকল্পকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন চাকরিপ্রার্থীরা। প্রধান বিচারপতির অনুমোদন পেলেই সেই মামলার শুনানি হবে। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জে কে মাহেশ্বরীর বেঞ্চে মামলাটির উল্লেখ করেন আইনজীবী কুমুদলতা দাস।

আরও পড়ুন-আদিবাসী মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যপ্রদেশে

আবেদনে দাবি করা হয়েছে, যে সমস্ত কর্মপ্রার্থী ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের নিয়োগে অগ্নিপথের শর্ত থাকা উচিত নয়। অন্যদিকে,অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করার জন্য সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল, যার উপর আদালত শুনানি করতে রাজি হয়েছে। নিয়োগ সংক্রান্ত মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২১ এর সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রার্থীদের অগ্নিপথ প্রকল্পের বাইরে আগের পদ্ধতি মেনে দ্রুত নিয়োগ করা হোক। এই মামলার সঙ্গেই আইনজীবী এম এল শর্মার মামলাটিরও উল্লেখ করা হয়েছে। আগামী সপ্তাহে শুনানি হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

Latest article