আদিবাসী মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যপ্রদেশে

বর্বরোচিত এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে যন্ত্রণাকাতর মহিলার কান্নার শব্দ শোনা গিয়েছে।

Must read

প্রতিবেদন : ফের সামনে এল বিজেপিশাসিত মধ্যপ্রদেশের বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এক আদিবাসী মহিলার গায়ে আগুন লাগিয়ে দিল তিনজন। বাঁচার কাতর আরজি জানালেও কেউই ওই মহিলাকে বাঁচাতে এগিয়ে আসেনি। মহিলাকে বাঁচানো তো দূরের কথা, পরিবর্তে ঘটনার ভিডিও করল অভিযুক্তরা। ইতিমধ্যেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ গুনায়। মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। অপর এক অভিযুক্ত পালিয়ে গিয়েছে। রাজ্য সরকারের মুখ থেকে এই ঘটনার কোনও নিন্দা শোনা যায়নি।

আরও পড়ুন-৮৪টি ওষুধের দাম বেঁধে দিল সরকারি কমিটি

ওই আদিবাসী মহিলা মধ্যপ্রদেশের গুনার ধানোরিয়ার বাসিন্দা। শনিবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরে মহিলার স্বামী দেখেন, অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। যন্ত্রণায় ছটফট করছেন। সঙ্গে সঙ্গেই স্ত্রীকে নিয়ে ভোপালের হাসপাতালে যান ওই ব্যক্তি। চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা। তাঁর স্বামী জানিয়েছেন, প্রতাপ, শ্যাম কিরার এবং হনুমত নামে তিনজন তাঁদের বাড়িতে এসেছিল। স্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তারপর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিবর্তে ঘটনার ভিডিও করে তারা। বর্বরোচিত এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে যন্ত্রণাকাতর মহিলার কান্নার শব্দ শোনা গিয়েছে।

Latest article