আলোচনায় রাজি

পুতিনকে তিনি বাইডেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। ম্যাক্রোঁর সঙ্গে দীর্ঘ আলোচনার পর সেই বৈঠকে বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট।

Must read

শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে রাজি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বসার জন্য বেশ কয়েকটি শর্ত আরোপ করেছেন পুতিন। ইউক্রেন নিয়ে উদ্ভূত সমস্যার সমাধানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে রবিবার টেলিফোনে কথা বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আরও পড়ুন-শেয়ারবাজারে জোর ধাক্কা, পড়ল সোনার দর

পুতিনকে তিনি বাইডেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। ম্যাক্রোঁর সঙ্গে দীর্ঘ আলোচনার পর সেই বৈঠকে বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে বৈঠকের বিষয়ে তিনি একাধিক শর্ত আরোপ করেছেন। খুব সম্ভবত বৃহস্পতিবার মুখোমুখি হবেন পুতিন ও বাইডেন। মার্কিন প্রেস সচিব জেন পাস্কি এই বৈঠকের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ম্যাক্রোঁর দেওয়া প্রস্তাবে শেষ পর্যন্ত বৈঠকে বসতে সম্মত হয়েছেন পুতিন।

Latest article