ফেডারেশন সচিব পদে বরখাস্ত সাজি

Must read

প্রতিবেদন : ভারতীয় ফুটবল ফেডারেশনে (AIFF Secretary) ডামাডোল। আচমকা সচিব পদে বরখাস্ত সাজি প্রভাকরন। অন্তর্বর্তীকালীন সচিব হিসেবে দায়িত্ব সামলাবেন সত্যনারায়ণ এম। ফেডারেশনের তরফে বলা হয়েছে, বিশ্বাসভঙ্গের কারণেই ছাঁটাই করা হয়েছে সাজিকে। কিন্তু বিশ্বাসভঙ্গের কারণ কী, তা অবশ্য জানা যাচ্ছে না। সাজির ছাঁটাই প্রস্তাবে নাকি সম্মতি জানিয়েছে ফেডারেশনের কর্মসমিতি। যদিও বরখাস্ত ফেডারেশন সচিব তা উড়িয়ে দিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
কল্যাণ চৌবে ও সাজি জুটি ফেডারেশনের (AIFF Secretary) দায়িত্ব নেওয়ার পর সময় ঘুরতে না ঘুরতে ভেঙে গেল। ফেডারেশন সভাপতি ও সচিবের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল। তা যে এমন জায়গায় চলে যাবে, কেউ ভাবতেই পারেনি। সচিব পদে মাসে সাড়ে ১২ লক্ষ টাকা বেতন পেতেন সাজি। যা আগের সচিব কুশল দাসের মাইনের দ্বিগুণ। ১৪ মাসের মধ্যে ফেডারেশন সচিব পদে সাজির ছাঁটাইয়ের পিছনে অবশ্য আরও অনেক কারণ আছে।
ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফেডারেশনকে যে চিঠি দিয়েছেন সাজি, তাতে তিনি লিখেছেন, ‘‘ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী একমাত্র কার্যকরী কমিটির হাতে ক্ষমতা আছে সচিবকে বরখাস্ত করার। কিন্তু আমাকে যেভাবে সরানো হয়েছে, তা গঠনতন্ত্র মেনে হয়নি। কার্যকরী কমিটিও সম্মতি দেয়নি।’’
নাম না করলেও ফেডারেশন সভাপতির দিকেই অভিযোগের তির সাজির। চিঠিতে লিখেছেন, ‘‘এই সিদ্ধান্তের পিছনে যে ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আরও পড়ুন-সুপ্রিম-শুনানি না হওয়া পর্যন্ত দিল্লিতে জোড়-বিজোড় প্রকল্প স্থগিত

Latest article