বিজেপি ছাড়তেই বিধায়কের বাড়িতে হানা দিল আয়কর

Must read

প্রতিবেদন : একেই বলে প্রতিহিংসার রাজনীতি। বিজেপির রাজনৈতিক সংকীর্ণতা। বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরে বিধায়ক তন্ময় ঘোষের (Tanmay Ghosh) অফিসে আচমকাই হানা দেন আয়কর দফতরের অফিসাররা। আয়কর দফতরের অভিযান চলে বিধায়কের পরিবারের নামে থাকা একটি চালকলেও। বিষ্ণুপুর শহর লাগোয়া চূড়ামণিপুর এলাকায় এই চালকল। আয়কর হানার সময় অবশ্য নিজের এলাকায় ছিলেন না বিধায়ক তন্ময় ঘোষ (Tanmay Ghosh)। কলকাতায় এসেছিলেন বিধানসভার একটি কমিটির বৈঠকে যোগ দিতে। লক্ষ্যণীয়, তন্ময় ঘােষ বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। এদিনের তল্লাশি অভিযানের মধ্যে দিয়ে তারই বদলা নিতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই দুই জায়গায় তল্লাশি অভিযান চালান আয়কর আধিকারিকরা। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠিক কী কারণে এই তল্লাশি তা স্পষ্ট করেনি আয়কর দফতর। একুশের ভোটে বিজেপির প্রতীকে বিষ্ণুপুর থেকে জিতে পরে তৃণমূলে যোগ দেন তন্ময়। সেই রাগ মেটাতেই গেরুয়া শিবিরের অঙ্গুলিহেলনে এই আয়কর হানা, এমনই ধারণা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- পর্যটনক্ষেত্রকে শিল্পের স্বীকৃতি রাজ্য সরকারের!

Latest article