সব রেশন দোকানেই এবার বসছে বৈদ্যুতিন ওজনযন্ত্র

Must read

প্রতিবেদন : গ্রাহকরা যাতে তাঁদের বরাদ্দ অনুযায়ী খাদ্যসামগ্রী পান, সেটা নিশ্চিত করতে রাজ্যের সব রেশন দোকানে বৈদ্যুতিন ওজনযন্ত্র (Electronic weighing machines) বসানো হচ্ছে। খাদ্য দফতরের উদ্যোগে ইতিমধ্যেই সব দোকানে ওই যন্ত্র পৌঁছে গিয়েছে। ই-পস-এর মাধ্যমে গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাই করে রাজ্যে খাদ্যবণ্টন প্রক্রিয়া অনেক আগেই চালু হয়েছে। প্রায় ১০০ শতাংশ ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই রেশন দেওয়া হচ্ছে বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে। ওই ওজন যন্ত্রগুলি ব্লু টুথের মাধ্যমে ই-পস যন্ত্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে। ওজন করার যন্ত্রে (Electronic weighing machines) বরাদ্দ অনুযায়ী খাদ্য দেওয়ার পর গ্রাহককে এই সংক্রান্ত স্লিপ দেওয়া হবে। যাতে গ্রাহক নিশ্চিতভাবে জানতে পারেন তাঁরা বরাদ্দমতো খাদ্যসামগ্রী পাচ্ছেন কি না। একই সঙ্গেই খাদ্য দফতরের সার্ভারে তা রেকর্ড হয়ে থাকবে। ই-পস যন্ত্রে দেখানো প্রাপ্য পরিমাণ খাদ্যশস্য, বহু গ্রাহক বাস্তবে তা পাচ্ছেন না বলে খাদ্য দফতরের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। তাঁর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন-রাজ্য পুলিশে শীর্ষস্তরে রদবদল বদলি হলেন ৭৯ জন আধিকারিক

Latest article