মাথাপিছু আয়বৃদ্ধিতে সেরা বাংলা, ঘোষণা অমিত মিত্রর

Must read

প্রতিবেদন : মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের তথ্য তুলে ধরে এমনই টুইট করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এর আগে জিডিপি বৃদ্ধির নিরিখেও দেশের সেরা রাজ্যগুলির মধ্যে জায়গা করে নিয়েছিল পশ্চিমবঙ্গ। করোনার বছরে রাজ্যের এই জোড়া সাফল্য নিঃসন্দেহে মমতা সরকারের অর্থনৈতিক নীতির বড় স্বীকৃতি। শুক্রবার ট্যুইটে অর্থমন্ত্রী অমিত মিত্র লিখেছেন, মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলা। ২০২০-২১ অর্থবর্ষে বাংলার মাথাপিছু আয়বৃদ্ধি হয়েছে ৭.১৬ শতাংশ। যেখানে গোটা দেশের গড় মাথাপিছু আয় ৩.৯৯ শতাংশ হ্রাস পেয়েছে। অর্থমন্ত্রীর দাবি, এই তথ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্পষ্ট আর্থিক নীতি এবং নরেন্দ্র মোদির ব্যর্থতাকে প্রতিষ্ঠিত করছে।

আরও পড়ুন : রাত জেগে প্রতিমা দর্শনের অনুমতি মিললেও মণ্ডপে এবছরও ‘নো এন্ট্রি’

২০২০-২১ অর্থবর্ষেই ১০ লক্ষ কোটি টাকার বেশি অর্থনীতির রাজ্যগুলির মধ্যে জিডিপি বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল বাংলা। জিডিপি বৃদ্ধির দৌড়ে বিজেপি শাসিত গুজরাত, উত্তরপ্রদেশ এবং কর্নাটকের মতো রাজ্যগুলিকেও টেক্কা দিয়েছে বাংলা। করোনার বছরে এই সাফল্যের জন্য বাংলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন খোদ নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। আরবিআই সূত্রের খবর, এই মুহূর্তে দেশে ১০ লক্ষ কোটি বা তাঁর বেশি জিএসডিপি যুক্ত রাজ্যের সংখ্যা গোটা সাতেক। সেগুলি হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত, উত্তরপ্রদেশ, কর্নাটক, বাংলা এবং রাজস্থান। এর মধ্যে ২০২০-২১ শুধু তামিলনাড়ু এবং বাংলারই জিডিপির বৃদ্ধি হয়েছে। বাকি রাজ্যগুলির জিডিপি সংকুচিত হয়েছে। গত আর্থিক বছরে সবচেয়ে বেশি জিডিপি বৃদ্ধির হার ছিল তামিলনাড়ুতে। প্রায় ২ শতাংশ হারে বেড়েছিল জিডিপি। বাংলার বৃদ্ধির হার ছিল ১.২ শতাংশ। এবার বাংলার বৃদ্ধির হার আরও বাড়ল।

Latest article