হাওড়া স্টেশনে সর্বস্ব খোয়ালেন প্রবীণ দম্পতি

Must read

সংবাদদাতা, হাওড়া : আবারও যাত্রী সুরক্ষায় ক্রমশ তলানিতে রেল। দূরপাল্লার ট্রেন থেকে হাওড়া স্টেশনে (Howrah Station) নেমে ব্যাগপত্রসহ সর্বস্ব খোয়ালেন বেলঘরিয়ার এক প্রবীণ দম্পতি। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ডাউন হলদিয়া লোকালে এসে হাওড়ায় নামেন তাঁরা। অভিযোগ প্ল্যাটফর্মেই ৩-৪ জন যুবক ওই দম্পতিকে সাহায্যের জন্য এগিয়ে যান। ব্যাগ বইতে সাহায্য করার নাম করে ওই বয়স্ক দম্পতির সর্বস্ব নিয়ে উধাও হয়ে যায় ওই যুবকরা। কড়া নিরাপত্তায় মোড়া হাওড়া স্টেশনের এই ঘটনায় হতবাক হয়ে পড়েন তাঁরা। ওই ব্যাগে সোনার গয়না ও নগদ কয়েক হাজার টাকা ছিল বলে দম্পতির দাবি। হাওড়া স্টেশনে (Howrah Station) পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন যাত্রীরা। রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে রেল পুলিশ তদন্ত শুরু করলেও খোওয়া যাওয়া ব্যাগের কোনও হদিশ মেলেনি। এই ঘটনার রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের প্রশ্ন কীভাবে রেলপুলিশের নজরদারি এড়িয়ে এমন ঘটনা ঘটল?

আরও পড়ুন-খামখেয়ালি কর্তার ইচ্ছায় কর্মে হাসছে লোক

Latest article