দিল্লির আরেক মন্ত্রীকে এবার জেরা করল ইডি

আপ নেতা কৈলাস গেহলটকে দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে।

Must read

প্রতিবেদন : শনিবার দিল্লির মন্ত্রী এবং আপ নেতা কৈলাস গেহলটকে দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। গেহলট বর্তমানে দিল্লি সরকারের স্বরাষ্ট্র, পরিবহণ এবং আইনমন্ত্রী।

আরও পড়ুন-হিমাচলে তুষারপাত, বৃষ্টিতে জাতীয় সড়ক সহ ১৬৮টি রাস্তা বন্ধ

সূত্রের খবর, তদন্তকারী সংস্থা তাঁকে নীতির খসড়া তৈরির প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। তদন্তকারী সংস্থার অফিস থেকে বেরিয়ে আপ নেতা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, আমাকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যদি ইডি পরে আমাকে তলব করে তবে আমি আবার আসব। প্রসঙ্গত, এই মামলাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। তারপরই আপের এই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ। কৈলাস গেহলটকে প্রায় মাসখানেক আগে ইডি প্রথমবার সমন পাঠিয়েছিল। কিন্তু সেই সময় দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন চলছিল, তাই গেহলট সময় চেয়েছিলেন।

Latest article