ঠাকুরের জন্মতিথিতে যুদ্ধবিরোধী মিছিল

Must read

প্রতিবেদন : রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে বিশ্বশান্তির বার্তা দিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করলো তৃণমূলের (Trinamool Congress) বিজয়ী কাউন্সিলর অরিন্দম ভৌমিক। শুক্রবার রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৭তম জন্মতিথি উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন উইঙ্কর সামনে থেকে যুদ্ধ নয় শান্তি চাই-এর বার্তা নিয়ে শান্তি মিছিলের আয়োজন করা হয়। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ।

আরও পড়ুন – পঞ্চায়েতেও সবুজ ঝড়, বোর্ড গড়ল জোড়াফুল

বহু ভারতীয় সেখানে এখন পর্যন্ত আটকে রয়েছে তাই তাঁদের সুরক্ষা ও বিশ্বশান্তির বার্তা দিয়ে এই মিছিল আয়োজন করেন কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের (Trinamool Congress) জয়ী প্রার্থী অরিন্দম ভৌমিক। বর্ণাঢ্য শোভাযাত্রায় রামকৃষ্ণ পরমহংসের জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবিতে মালা পরিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।

Latest article