পঞ্চায়েতেও সবুজ ঝড়, বোর্ড গড়ল জোড়াফুল

Must read

মানস দাস, মালদহ : পুরসভা নির্বাচনে ইংরেজবাজার এবং ওল্ড মালদহে রেকর্ড জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ধরাশায়ী কংগ্রেস। এবার চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন গড়ল জোড়াফুল। হাইকোর্টের নির্দেশে অনাস্থা এনে আগেই কংগ্রেস প্রধানকে অপসারিত করা হয় এই পঞ্চায়েতে। শুক্রবার ছিল প্রধান নির্বাচন। বিপুল সমর্থন পেয়ে তৃণমূল কংগ্রেসেরই প্রধান নির্বাচিত হয়। পঞ্চায়েতেও বোর্ড গঠনের পর শুরু হয় সবুজের উৎসব।

আরও পড়ুন – নোটিফিকেশন জারির পরই দফতর ঘোষণা

একসময় কংগ্রেসের এটি শক্ত ঘাঁটি নামে পরিচিত ছিল। মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৫। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৩, কংগ্রেস ৭, সিপিএম ২ ও একটি আসন পায় নির্দল। কংগ্রেস বেশি আসন পাওয়ায় নির্দলের সমর্থনে প্রধান পদে নির্বাচিত হন কংগ্রেসের গোপাল চৌধুরী। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আসে। আদালতের নির্দেশে কয়েক সপ্তাহ আগে তলবি সভায় কংগ্রেসের প্রধান অপসারিত হন। এরপর শুক্রবার পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন করা হয়। সেখানে শাসকদল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) সমর্থন করেন ৮ জন পঞ্চায়েত সদস্য। মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নির্বাচিত হন দীপক চন্দ্র দাস। তিনি বলেন, ‘‘নতুন দায়িত্ব পেয়ে ভাল লাগছে। এলাকায় উন্নয়ন অব্যাহত থাকবে। মানুষ আমাদের ওপর ভরসা করেছেন। তাঁদের সুবিধা-অসুবিধা শুনব। বিপুল উন্নয়নই এখন একমাত্র লক্ষ্য।’’

Latest article