আট মাসের শিশুর জীবন ফেরাল এসএসকেএম

Must read

প্রতিবেদন: নজির গড়ল এসএসকেএম (SSKM) হাসপাতাল। ৮ মাসের শিশুকে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা। শুক্রবার সকালে খেলতে খেলতে কাজলের কৌটো ঢুকে গিয়েছিল শিশুটির গলায়। দু’টি হাসপাতাল ঘুরে শিশুটিকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। একমুহূর্ত সময় নষ্ট না করে নিপুণ হাতে ল্যারিঙ্গোস্কোপি করে দুধের শিশুর গলা থেকে কাজলের কৌটোটি বের করে আনেন পিজির (SSKM) চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে শ্বাস নিতে শুরু করে শিশুটি। হাসপাতালেই এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে একরত্তি বাচ্চাটি।

আরও পড়ুন – অ্যাপক্যাবে যথেচ্ছ ভাড়া, প্রত্যাখ্যান চলবে না, যাত্রী-সুরক্ষায় কড়া ব্যবস্থা রাজ্যের

জানা গিয়েছে, শিশুটির নাম রীতেশ বাগদি। নিউ টাউনের বাসিন্দা মেঘনাদ বাগদির ৮ মাসের সন্তান। খেলতে খেলতে গোলাকৃতি কাজলের বাক্সটি গিলে ফেলেছিল সকাল ৭টা নাগাদ। বিধাননগর মহকুমা হাসপাতাল এবং এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ইএনটি- শিশুশল্য বিভাগ হয়ে সকাল ১০টা নাগাদ ছোট্ট রীতেশকে নিয়ে এসএসকেএম (SSKM) হাসপাতালে পৌঁছান মেঘনাদবাবু। প্রবল শ্বাসকষ্ট নিয়ে রীতেশ তখন মৃত্যুর মুখোমুখি। অক্সিজেনের মাত্রা ৫০-এর কম। দ্রুততার সঙ্গে ল্যারিঙ্গোস্কোপি করেই চিকিৎসকেরা বাঁচিয়ে দিলেন দুধের শিশুটিকে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটিকে এখন পর্যবেক্ষণে রাখা দরকার। একই সঙ্গে চলবে চিকিৎসাও।

Latest article