অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ

Must read

নয়াদিল্লি : অবসরের পর বিচারপতিদের (Appointment of retired judges) বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সম্পর্কে প্রশ্নের যথাযথ উত্তর দিল না কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মালা রায় প্রশ্ন করেছিলেন, কতজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদে নিয়োগ করা হয়েছে? সংসদে এই প্রশ্নের জবাব এড়িয়ে গেল মোদি সরকার। তৃণমূল সাংসদ প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। কিন্তু লোকসভার সচিবালয় থেকে সেই প্রশ্ন সরিয়ে পাঠিয়ে দেওয়া হয় আইনমন্ত্রকে। লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের চাকরির বিষয়টি দেখভাল করে বিচারবিভাগ। অবসরের (Appointment of retired judges) পরও তাঁদের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত এবং তথ্য দেখভাল করে সংশ্লিষ্ট বিভাগ এবং দফতর। অবসরপ্রাপ্ত বিচারপতিদের ক্ষেত্রে কেন্দ্রের কাছে কোনও তথ্য রাখা হয় না। এই প্রসঙ্গে সাংসদ মালা রায় বলেন, আমি যা প্রশ্ন জানতে চেয়েছি প্রথমত তার সঠিক উত্তর দেওয়া হয়নি এবং দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। সাংসদের অভিযোগ, আসল তথ্য তখনই এড়িয়ে যাওয়া হয় যখন হাতে কোনও তথ্যই থাকে না। এক্ষেত্রেও সেটাই হয়েছে।

আরও পড়ুন: করোনা রুখতে কেন্দ্র ও রাজ্য বৈঠক

Latest article