দুর্গাপুরে দূষণ কমাতে দাওয়াই কৃত্রিম বৃষ্টি

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে দুর্গাপুর নগর নিগমকে সম্প্রতি দেওয়া হয় বিদ্যুৎচালিত ভ্রাম্যমাণ এই যন্ত্রটি।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : দূষণ কমাতে বৃষ্টি দাওয়াই। নতুন প্রযুক্তি এবার কাজে লাগছে আসানসোল-দুর্গাপুর শহরে। দূষণের নিরিখে দেশ জুড়ে সমীক্ষায় ১২২টি শহরকে চিহ্নিত করা হয়েেছ। সেই তালিকায় চিহ্নিত হয়েছে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলও। সম্প্রতি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বৈঠক হয় দুর্গাপুরে। সেখানেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় শিল্পাঞ্চল দুর্গাপুরের পরিবেশ দূষণ রুখতে। এবার দুর্গাপুরের অতি দূষণপ্রবণ এলাকার দূষণ কমাবে ‘কৃত্রিম বৃষ্টি’। পরিশুদ্ধ জল দিয়েই করা হবে এই ‘কৃত্রিম বৃষ্টি’, অত্যাধুনিক মিস্ট ক্যানন যন্ত্রের মাধ্যমে।

আরও পড়ুন-কাশ্মীরি কন্যা হচ্ছেন বাংলার মহকুমা শাসক

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে দুর্গাপুর নগর নিগমকে সম্প্রতি দেওয়া হয় বিদ্যুৎচালিত ভ্রাম্যমাণ এই যন্ত্রটি। বাজারে যার মূল্য ৪৯ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এই যন্ত্রটির উদ্বোধন হয় সিটি সেন্টারে। উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। ছিলেন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় ও দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা। এই যন্ত্রটি ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল প্রচুর।

Latest article