কাশ্মীরি কন্যা হচ্ছেন বাংলার মহকুমা শাসক

রাজ্য প্রশাসনিক আধিকারিক হিসেবে আসছেন জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা আইএএস রেহেনা বশির। দিনহাটার মহকুমা শাসকের পদে যোগ দিচ্ছেন তিনি

Must read

প্রতিবেদন : রাজ্য প্রশাসনিক আধিকারিক হিসেবে আসছেন জম্মু ও কাশ্মীরের (Kashmir) প্রথম মহিলা আইএএস রেহেনা বশির। দিনহাটার মহকুমা শাসকের পদে যোগ দিচ্ছেন তিনি। আগে এই পদে ছিলেন হিমাদ্রি সরকার। তাঁকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সেক্রেটারি করা হয়েছে। আর দিনহাটার নতুন মহকুমা শাসক হিসেবে যোগ দিচ্ছেন রেহেনা।

আরও পড়ুন-কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নতুন ২ পাঠ্যক্রমের অনুমোদন, বাড়ল ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শাখায় পঠনপাঠনের সুযোগ

সূত্রের খবর, তিনি সোমবার অথবা মঙ্গলবার দিনহাটায় মহকুমা শাসক হিসেবে কাজে যোগ দেবেন। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে ছিলেন তিনি। এদিকে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা আইএএস রেহেনা বশিরের বিডিও পদে আসার খবরে দিনহাটা জুড়ে খুশির হাওয়া।

Latest article