কোচের দায়িত্ব ছাড়লেন অরুণ

অরুণ জানালেন, তিনি চান বাংলারই কোনও প্রাক্তন অভিমন্যুদের দায়িত্ব নিন। তাতে কোচের দায়বদ্ধতা অনেক বেশি থাকবে।

Must read

প্রতিবেদন : রঞ্জিতে ব্যর্থতার দায় নিয়ে বাংলার কোচের পদ থেকে সরে গেলেন অরুণ লাল। সিএবি-তে গিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়ে এসেছেন তিনি। দু’বছর আগে তাঁর কোচিংয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছে বাংলা। আর এবার রঞ্জি সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন অভিমন্যু ঈশ্বরণরা। কিন্তু এবার রঞ্জি সেমিফাইনালে শোচনীয় হারের পরই কোচ-অধিনায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন-নতুন কেলেঙ্কারিতে অধিকারী পরিবার, দুর্নীতি মামলায় তলব কৃষ্ণেন্দু ও দিব্যেন্দু-পত্নী

অরুণকে যে রাখা হবে না, তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছিল। বিকল্প কোচের খোঁজে আগেই নেমে পড়েছে সিএবি। পরিস্থিতি বুঝেই ব্যর্থতার দায় নিয়ে নিজের ইচ্ছার কথা সিএবি-কে জানিয়ে দিলেন অরুণ। দু’দিন আগেই সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। ফোনে বাংলার প্রাক্তন রঞ্জি জয়ী তারকা বলেন, ‘‘সোমবার বিকেলে সিএবি গিয়ে স্নেহাশিসকে আমার সিদ্ধান্ত জানিয়ে এসেছি। আসলে আমি প্রচণ্ড ক্লান্ত। শারীরিকভাবে আমি আর ধকল নিতে পারছি না। তাই সিএবি-কে জানিয়ে এসেছি, আমি আর বাংলার কোচ থাকছি না।’’

আরও পড়ুন-শোক মুখ্যমন্ত্রীর দুর্ঘটনায় মৃত্যু জয়েন্ট বিডিওর

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া শহরের বাইরে। সচিব স্নেহাশিসকে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, সিএবি অরুণের সিদ্ধান্তকে সম্মান দিচ্ছে। অরুণ জানালেন, তিনি চান বাংলারই কোনও প্রাক্তন অভিমন্যুদের দায়িত্ব নিন। তাতে কোচের দায়বদ্ধতা অনেক বেশি থাকবে।

Latest article