এবার আদালতের সমন কেজরিকে: বিজেপিতে যোগ দিলেই থামবে তলব, মন্তব্য আপ সুপ্রিমোর

Must read

নাটক অব্যাহত! একাধিকবার তলব এড়ানোয় অরবিন্দ কেজরিওয়ালের (AAP Supremo Arvind Kejriwal) বিরুদ্ধে ইডির অভিযোগের ভিত্তিতে আপ সুপ্রিমোকে ১৬ মার্চ দিল্লি আদালতে তলব করা হল। এখনও পর্যন্ত ইডির ৮টি সমন এড়িয়ে গিয়েছেন কেজরি। তবে শেষবার তলব এড়িয়ে গেলেও তিনি যে ১২ মার্চের পর ইডির প্রশ্নের উত্তর দিতে রাজি তা জানিয়েছিলেন। এদিকে ক্ষোভ প্রকাশ করে কেজরি জানিয়েছেন, বিজেপিতে যোগ দিলেই কেন্দ্রীয় এজেন্সির তলবের হাত থেকে মুক্তি মিলবে।

বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে অরবিন্দ কেজরিওয়াল(AAP Supremo Arvind Kejriwal) জানিয়েছেন, “বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিরোধী নেতাদের জোর করা হচ্ছে। কেজরির অভিযোগ, “বিজেপি না জেল? ইডির তলবের মূল উদ্দেশ্য এটাই। যারা বিজেপিতে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয়। আজ যদি সঞ্জয় সিং, মণীশ সিসৌদিয়া, সত্যেন্দ্র জৈনরা বিজেপিতে যোগ দেন তাহলে কালকেই তাঁরা জামিন পেয়ে যাবেন। এমনকি আমিও যদি বিজেপিতে যোগ দিই তাওলে আমাকেও তলব করা থামবে।“

আরও পড়ুন- ফের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুথির! মৃত একাধিক

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের একধিকবার কেজরিওয়ালকে তলব করেছে ইডি। তিনি একবারও হাজিরা দেননি। এরপর বুধবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। কেন্দ্রীয় এজেন্সির এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আদালতের নির্দেশে ১৬ মার্চ কেজরিওয়ালকে সশরীরে হাজিরা দিতে হবে।

Latest article