ফের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুথির! মৃত একাধিক

Must read

ফের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। হামলা চালাল ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি (Houthi Attack)। বুধবারের এই হামলায় কমপক্ষে ৩ নাবিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। হুথির আমেরিকা-বিরোধী অবস্থান থেকেই কি এই হামলা? প্রশ্ন উঠছে। জাহাজটিতে ফিলিপিন্সের ১৫, শ্রীলঙ্কার ২ এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন বলে খবর।

ক্ষেপণাস্ত্র হামলার সময় জাহাজে মোট ২৩ জন ছিল বলেই একটি সূত্রে দাবি করা হয়েছে। তবে জাহাজে কতজন নাবিক এবং কর্মী ছিল তা জানা যায়নি। হুথি-হামলার কথা প্রথম প্রকাশ্যে আনে আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। সূত্রের খবর, বার্বাডোজের পতাকাবাহী-লাইবেরিয়ার একটি সংস্থার ‘ট্রু কনফিডেন্স’ নামের ওই জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

আরও পড়ুন- কৃষক আন্দোলন রুখতে ফের দমননীতি বিজেপির

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুথি। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর (Houthi Attack) বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের এডেন বন্দর থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে হামলা চালানো হয়েছে। হুথির জঙ্গিরা দাবি করেছে, হামলা চালানোর আগে জাহাজটিকে সতর্ক করা হয়েছিলে কিন্তু তারা তা শোনেনি। প্যালেস্টাইন জুড়ে ইজরায়েলের গণহত্যা না থামালে তারা লোহিত সাগরের জলপথকে শান্ত করবে না।

 

Latest article