হার মানল সাধারণ দিনের অফিস, সরকারি অফিসে উপস্থিতি ৯৬%

Must read

প্রতিবেদন : প্রথম দিনেই চূড়ান্তভাবে মুখ থুবড়ে পড়ল বিরোধী রাজনৈতিক সরকারি কর্মী সংগঠনের যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতির কর্মসূচি। শুধু তাই নয়, কর্মসংস্কৃতি ধ্বংসের এই প্রচেষ্টার যোগ্য জবাব দিয়ে দফতরে উপস্থিতির রেকর্ড ভেঙে দিলেন সরকারি কর্মীদের সিংহভাগ। খোদ রাজ্যের সচিবালয় নবান্নে (Nabanna) কর্মবিরতির ডাক উপেক্ষা করে ৯৬ শতাংশের বেশি কর্মী অফিসের কাজে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: অমর একুশে ফেব্রুয়ারি: বাংলার আবেগ, বাঙালির আবেগ

সোমবার রাজ্য সরকারের (West Bengal Government) তরফে নবান্নে (Nabanna) কর্মীদের উপস্থিতির পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, অন্যান্য কাজের দিনের তুলনায় সোমবার সরকারি অফিসে কর্মীদের উপস্থিতির হার ছিল অনেক বেশি। ৯৬ শতাংশের বেশি কর্মচারী এদিন কাজে যোগ দিয়েছেন। অন্যান্য দিনে এত সংখ্যক কর্মী কাজে যোগ দেন না সাধারণত। গত সোমবার নবান্নে কর্মীদের উপস্থিতির হার ছিল ৯৫ শতাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ডাকা কর্মবিরতিতে শামিল হলেন না নবান্নের অধিকাংশ কর্মচারী। ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকারের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সোম ও মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে। ওই দু’দিন কর্মবিরতিতে যাঁরা অংশ নেবেন তাঁদের চাকরি জীবনে ১ দিন ছেদ পড়বে এবং তাঁদের শোকজ করা হবে। অর্থাৎ ২০ ও ২১ ফেব্রুয়ায়রি রাজ্য সরকারের কর্মীরা কোনও সিএল নিতে পারবেন না। অনুপস্থিত থাকলে একদিনের বেতনও কেটে নেওয়া হবে। নির্দিষ্ট কারণ ছাড়া কাজ বন্ধ করা যাবে না। তবে অসুস্থতায় হাসপাতালে ভর্তি হলে কিংবা পরিবারের কোনও সদস্য মারা গেলে ছুটি মিলবে, জানিয়েছিল রাজ্য সরকার।

Latest article