ওয়ার্নারকে ছাড়াই আজ ভারতে আসছে অস্ট্রেলিয়া

সূত্রের খবর, অ্যারন ফিঞ্চরা বুধবার চণ্ডীগড় পৌঁছে যাচ্ছেন। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগেই ভারতে চলে আসছে অস্ট্রেলিয়া।

Must read

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর : টি-২০ সিরিজ খেলতে আজ বুধবার ভারতে পৌঁছে যাচ্ছে অস্ট্রেলিয়া। সোমবারই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। সেই দলটাই ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। বিশ্বকাপের চূড়ান্ত মহড়া এই দুই দলের বিরুদ্ধেই সারবে রোহিত শর্মার ভারত।

আরও পড়ুন-স্টুয়ার্টকে থামানোর পরীক্ষা মহামেডানের

২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ খেলবেন রোহিতরা। খেলা চণ্ডীগড়ের মোহালিতে। সূত্রের খবর, অ্যারন ফিঞ্চরা বুধবার চণ্ডীগড় পৌঁছে যাচ্ছেন। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগেই ভারতে চলে আসছে অস্ট্রেলিয়া। ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া এবার ঘরের মাঠে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে। বিশ্বকাপ মাথায় রেখেই অভিজ্ঞ ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দিয়েছে তারা। তাই ভারতের বিরুদ্ধে সিরিজে খেলবেন না তিনি। তবে বিশ্বকাপের বাকি স্কোয়াড নিয়েই ভারতে আসছে অস্ট্রেলিয়া। তাই উপভোগ্য সিরিজের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন-স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট জানাল রাজনৈতিক হিংসায় শীর্ষে ত্রিপুরা

ভারতীয় দলের সদস্যরা মোহালিতে একত্রিত হবেন শুক্রবার ১৬ সেপ্টেম্বর। তার পর তিনদিনের প্রস্তুতি সেরে সিরিজের প্রথম টি-২০ খেলতে নামবেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা। চোট সারিয়ে বিশ্বকাপ দলে ফেরা যশপ্রীত বুমরা, হর্ষল প্যাটেলের কাছে সুযোগ এই সিরিজে নিজেদের মেলে ধরে চূড়ান্ত ফিটনেস এবং ছন্দ ফিরে পাওয়ার।

Latest article