স্টুয়ার্টকে থামানোর পরীক্ষা মহামেডানের

চোট সমস্যা কাটিয়ে উঠেছে মহামেডান। ফজলুর, মিলন সিংরা ফিট। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চাইছে মহামেডান।

Must read

প্রতিবেদন : আজ বুধবার ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে হাইভোল্টেজ ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি মহামেডান স্পোর্টিং এবং মুম্বই সিটি এফসি। প্রতিযোগিতায় অন্যতম সেরা দুই দল মুখোমুখি হচ্ছে ফাইনালে ওঠার প্রথম পরীক্ষায়। দেস বাকিংহামের প্রশিক্ষণাধীন মুম্বইয়ের আক্রমণভাগ দারুণ শক্তিশালী। ডুরান্ডে ১৮ গোল করেছে মুম্বই। গ্রেগ স্টুয়ার্ট, লিলিয়ানজুয়ালা ছাংতের মতো দুই স্ট্রাইকার দুর্দান্ত ছন্দে আছেন। কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়িনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন মুম্বইয়ের স্কটিশ স্ট্রাইকার স্টুয়ার্ট।

আরও পড়ুন-স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট জানাল রাজনৈতিক হিংসায় শীর্ষে ত্রিপুরা

ভারতীয় স্ট্রাইকার ছাংতে করেছেন জোড়া গোল। পিছিয়ে নেই কলকাতার অন্যতম প্রধান মহামেডানও। মার্কাস যোশেফ, ফজলুর রহমান, রাহুল পাসোয়ানরা রয়েছেন দুরন্ত ফর্মে। এবার মার্কাসের ভূমিকা বদলেছে। নিজে গোল করার থেকে একটু নীচ থেকে খেলে সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। তার উপর কোয়ার্টার ফাইনালে সাদা-কালো জার্সি গায়ে প্রথমবার মাঠে নেমেই জোড়া গোল করে দলকে জিতিয়েছেন নতুন বিদেশি নাইজেরীয় স্ট্রাইকার আবিওলা দাউদা। সেমিফাইনালেও ভরসা তিনি।

আরও পড়ুন-স্কুলবাসের মধ্যে তিন বছরের শিশুকে ধর্ষণ, দর্শক মহিলারক্ষী

চোট সমস্যা কাটিয়ে উঠেছে মহামেডান। ফজলুর, মিলন সিংরা ফিট। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চাইছে মহামেডান। দলের প্রধান স্ট্রাইকার তথা অধিনায়ক মার্কাস বললেন, ‘‘সমর্থকরা সবাই মাঠে আসুন। আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। মুম্বইয়ের আক্রমণভাগ শক্তিশালী হলেও আমাদের ডিফেন্স ওদের রুখতে তৈরি।’’ ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বললেন, ‘‘মুম্বই ১৮ গোল করলেও ১০ গোল হজম করেছে। এটা মাথায় রেখেই কোচ পরিকল্পনা করবে। বেঙ্গালুরুর আক্রমণভাগেও সুনীল ছেত্রী, রয় কৃষ্ণর মতো স্ট্রাইকার আছে। ওদের তো আমরা প্রায় হারিয়ে দিয়েছিলাম। তাই মুম্বই ম্যাচও জিতব বলেই বিশ্বাস।’’

আজ ডুরান্ডে প্রথম সেমিফাইনাল মহামেডান বনাম মুম্বই সিটি এফসি (যুবভারতী, সন্ধ্যা ৬টা)

Latest article