শাহকে চ্যালেঞ্জ বাবুলের, প্রার্থী হন আসানসোলে

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Babul Supriyo- Amit Shah) আসানসোল থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর সাফ কথা, পারলে আসানসোল থেকে ভোটে দাঁড়িয়ে জিতে দেখান। এই আসানসোল থেকেই বাবুল নির্বাচিত সাংসদ ছিলেন। সাংসদ পদ ছেড়ে এখন তিনি রাজ্যের মন্ত্রী। বর্তমানে বিজেপি ছেড়ে আসা শত্রুঘ্ন সিনহা আসানসোলের বিদায়ী তৃণমূল সাংসদ। তাঁর বিরুদ্ধে বিজেপি ভোজপুরি শিল্পীকে প্রার্থী খাড়া করলেও তাঁর মনোনয়ন চূড়ান্ত অনিশ্চিত। এই অবস্থায় অমিত শাহকে (Babul Supriyo- Amit Shah) আসানসোল থেকে লড়ার চ্যালেঞ্জ দিলেন বাবুল সুপ্রিয়। বিজেপি বহু কষ্টে ৩৯টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করলেও আসানসোল নিয়ে এখনও স্পষ্ট অবস্থান নিতে পারেনি। বাবুল তাই কটাক্ষের সুরে বলেন, হয়তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসানসোল থেকে লড়বেন!

আরও পড়ুন- বিপদসীমার বাইরে অ্যাপোফিস

বাবুল এক্স বার্তায় লেখেন, আমি, আরেকজন বিদ্রোহী শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে লড়েছি। আর এক বিদ্রোহী কীর্তি আজাদ বর্ধমান-দুর্গাপুর আসন থেকে লড়ছেন। এ-প্রসঙ্গে তিনি বলেন, যাঁর আত্মসম্মান আছে এবং নিজের পক্ষে কথা বলার সাহস আছে, তিনি বিজেপিতে টিকে থাকতে পারেন না। এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই আসন থেকে লড়তে পারেন। অমিত শাহ বাংলায় এসে ৩৫ আসনের টার্গেট দিয়ে গিয়েছিলেন। সেই টার্গেটকে আবার আপগ্রেড করে প্রধানমন্ত্রী ৪২-এ ৪২ আসনে জেতার টার্গেট রেখেছেন। এখন ৪২ আসনে প্রার্থী দেওয়াই বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Latest article