জিতল বার্সেলোনা

বার্সেলোনা সমর্থকরা যখন পয়েন্ট নষ্ট করার প্রহর গুণছেন, ঠিক তখনই ইয়ামালের দুরন্ত গোলে স্বস্তি ফেরে। বল পেয়ে তীব্র গতিতে মায়োরকার পেনাল্টি বক্সে ঢুকে পড়েন তিনি

Must read

বার্সেলোনা, ৯ মার্চ : ৭৩ মিনিটে চোখধাঁধানো গোল করলেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। আর ইয়ামালের এই গোলেই মায়োরকাকে ১-০ গোলে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলল বার্সেলোনা। একই সঙ্গে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল কাতালান জায়ান্টরা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন-খরমুজ গঙ্গোপাধ্যায়ের বিচার এবার জনগণের বেঞ্চে

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সা। কিন্তু কিছুতেই গোলের দেখা মিলছিল না। উল্টে পেনাল্টি মিস করে দলকে চাপে ফেলে দিয়েছিলেন ইলখাই গুন্ডোগান। বার্সেলোনা সমর্থকরা যখন পয়েন্ট নষ্ট করার প্রহর গুণছেন, ঠিক তখনই ইয়ামালের দুরন্ত গোলে স্বস্তি ফেরে। বল পেয়ে তীব্র গতিতে মায়োরকার পেনাল্টি বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন। এক কথায় অসাধারণ গোল। ম্যাচের পর উচ্ছ্বসিত ইয়ামাল বলেন, ‘‘আমার গোলে দল জিতেছে। দারুণ খুশি। ম্যাচটা খুব কঠিন ছিল। তবে আমার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে তিন পয়েন্ট ছিনিয়ে এনেছি।’’ বার্সার পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। শেষ ষোলোর দ্বিতীয় পর্বে নাপোলির মুখোমুখি হবেন ইয়ামালরা। প্রথম পর্বের ম্যাচ ১-১ ড্র হয়েছিল।

Latest article