গৃহনির্মাণে উত্তরপ্রদেশকে হারিয়েছে বাংলা

Must read

প্রতিবেদন : সরকারি প্রকল্পে বেশি বাড়ি দেওয়ার মিথ্যে দাবি করছে উত্তরপ্রদেশ সরকার। তথ্যপ্রমাণ দিয়ে বৃহস্পতিবার তা দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে যোগী রাজ্যে যে প্রচার চলছে বাস্তবে কাজ হয়েছে তার থেকে অনেক কম। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের জমির পাট্টা বিলির অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দু’দিন আগেই সপা নেতা অখিলেশ যাদবের সমর্থনে উত্তরপ্রদেশে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – তিন গ্রামপঞ্চায়েত পুরস্কৃত

তিনি বলেন, ওরা বলছে ৪১ লক্ষ বাড়ি দিয়েছে। উত্তরপ্রদেশের জনসংখ্যা প্রায় ২৪ কোটি, সেখানে মাত্র ৪১ লক্ষ বাড়ি দিয়েছে ওরা। আর আমরা প্রায় ১১ কোটি জনসংখ্যার রাজ্যে ৪৫ লক্ষ বাড়ি করে দিয়েছি। আরও আড়াই লক্ষকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই ওদের সবচেয়ে বেশি সংখ্যায় বাড়ি দেওয়ার দাবি মিথ্যে। অঙ্ক, তথ্য প্রমাণ সে-কথাই বলছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপিশাসিত রাজ্য বলে কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশকে তাঁদের প্রাপ্য টাকা সময় মতো দেয়। অথচ বাংলা এখনও তাদের বরাদ্দ ৯-১০ হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে পায়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নাম না করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করেন তিনি। বলেন, গেরুয়া পরলেই কেউ যোগী হয় না। লোভ, ভোগ, হিংসা ছাড়তে হয়। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের মতো মানুষরা ছিলেন প্রকৃত অর্থে সন্ন্যাসী।

Latest article