নেতাজি প্রসঙ্গে ফের সংসদে সরব তৃণমূল

Must read

নয়াদিল্লি : নেতাজি প্রসঙ্গ ফের উঠল সংসদে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জহর সরকার বৃহস্পতিবার বিশেষ উল্লেখপর্বে এ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইন্ডিয়া গেটে নেতাজির (Netaji Subhas Chandra Basu) মূর্তির জন্য বাজেটে সঠিক পরিকল্পনা, তহবিল, তার পরিমাণ এবং সময়সীমা নিয়ে সংসদে বিশদে প্রকাশ করা হোক। তাঁর প্রশ্ন, কেন ইন্ডিয়া গেটের কাছ থেকে নেতাজির হলোগ্রাম অদৃশ্য হয়ে যাচ্ছে ? পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেস সাংসদের আরেকটি প্রশ্নের লিখিত জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছেন, রাশিয়া সরকারিভাবে জানিয়ে দিয়েছে নেতাজি (Netaji Subhas Chandra Basu) সম্পর্কিত কোনও নথি তারা খুঁজে পায়নি। ভারত সরকারের অনুরোধে রাশিয়ান আর্কাইভে অতিরিক্ত তদন্তের পরেও কোনও নথি পাওয়া যায়নি। চিন সরকারের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান এবং চিন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ফাইল ও নথি সংগ্রহের চেষ্টা করা হয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, নেতাজির ৬২টি ফাইল রয়েছে, যা ইতিমধ্যেই ন্যাশনাল আর্কাইভস এবং ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে পাওয়া যায়। মার্কিন সরকার জানিয়েছে, তাদের কাছে ৩০ বছরের বেশি কোনও ঐতিহাসিক রেকর্ড নেই। জাপান সরকার নেতাজি সম্পর্কে দুটি ফাইল প্রকাশ করেছে। এই ফাইলগুলি তাদের আর্কাইভের অংশ। পরবর্তীকালে, ভারত সরকারের অনুরোধের ভিত্তিতে জাপান সরকার এই ফাইলগুলি ভারতে স্থানান্তর করেছে এবং তা রক্ষিত আছে ভারতের জাতীয় আর্কাইভস-এ। জহর সরকারের অন্য আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সরাসরি জবাব দেননি রাষ্ট্রমন্ত্রী। প্রশ্নটি ছিল, সরকার কেন জাপানের রেনকোজি মন্দিরে রাখা ছাইয়ের কোনও ডিএনএ পরীক্ষা করাচ্ছে না এটি নেতাজির কি না তা জানতে? এর সদুত্তর এড়িয়ে গিয়েছেন মন্ত্রী।

Latest article