বাংলার দাবিতে উত্তাল হবে দিল্লি : অভিষেক

Must read

কমল মজুমদার, নবগ্রাম: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে। সোমবার মুর্শিদাবাদের নবগ্রামের সভা থেকে দৃপ্তকণ্ঠে জানিয়ে দিলেন আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Delhi)। একইসঙ্গে এদিন আবারও তিনি সাফ জানিয়ে দেন, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি-শেষে পঞ্চায়েত নির্বাচন যখন হওয়ার হোক। কিন্তু বাংলার মানুষের দাবি আদায়ে দিল্লির বুকে জোরালো আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। সোমবার ছিল মুর্শিদাবাদে কর্মসূচির শেষ দিন। আজ মঙ্গলবার তিনি বীরভূমে প্রবেশ করবেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, একুশের বিধানসভা নির্বাচনে বাংলাতে বিজেপি হেরে যাওয়ার পর গায়ের জোরে একশো দিনের কাজের প্রকল্পের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে। এই প্রকল্পে ৬০ শতাংশ টাকা কেন্দ্র সরকার দিলেও বাকি ৪০ শতাংশ টাকা রাজ্য সরকারই দেয়। তাঁর সংযোজন, রাজ্যের ২ কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় একশো দিনের কাজের ওপর। মুর্শিদাবাদ জেলাতে প্রায় ২০ লক্ষ মানুষ একশো দিনের কাজের ওপর নির্ভরশীল। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার টাকা না দেওয়াতে সকলেই অসুবিধার মধ্যে পড়েছেন।

অভিষেক বলেন, ‘তৃণমূল সরকার কোনও প্রকল্পের সুবিধা প্রদান করার ক্ষেত্রে কোনও মানুষের রাজনৈতিক রং বিচার করে না। গত দুবছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার ৩৭ হাজার কোটি টাকা খরচ করেছে। প্রকল্পের শুরুতে ঘোষণা করা হয়েছিল এই সুবিধা কেবল পরিবারপিছু একজন মহিলা পাবেন। এখন একটি পরিবারে উপযুক্ত সমস্ত মহিলাই এই প্রকল্পে প্রতি মাসে ৫০০-১০০০ টাকা পেয়ে থাকেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের বিজেপি সরকার আধার-প্যান কার্ড লিঙ্ক করাতে সাধারণ মানুষের কাছ থেকে হাজার টাকা করে নিয়ে নিচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন— মুর্শিদাবাদ জেলাতে ১৬.৮৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। জেলাতে ৭.৫৫ লক্ষ মেয়ে কন্যাশ্রী প্রকল্পে সহায়তা পেয়েছে এবং ৬৪.৪৮ লক্ষ ছাত্র-ছাত্রী ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে।

আরও পড়ুন: ভুল বোঝানো হচ্ছে রাজ্যপাল বোসকে

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee- Delhi) ফের একবার বলেন— ২০১৪-’১৯ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ৩৪ জন সাংসদ ছিল। তখন বিজেপি আমাদের প্রাপ্য টাকা বন্ধ করতে পারেনি। কিন্তু ১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন কমে ২২ হতেই বিজেপি রাজ্যের মানুষের প্রাপ্য টাকা আটকে দিয়েছে। এদিন আরও একবার এ-রাজ্যের চল্লিশটি লোকসভা আসন জেতার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকদের এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি।

Latest article