করের বোঝায় দুর্মূল্য হচ্ছে ভুটান-সফর

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : মন চাইলেই জয়গাঁ হয়ে ভুটানের (Bhutan) ফুন্টসোলিং বা চামুর্চি হয়ে সামসি শহর থেকে বিদেশি সামগ্রী কেনার দিন শেষ। এখন থেকে ফুন্টসোলিংয়ে যে কোনও কেনাকাটায় মাথাপিছু গুনতে হবে তিন হাজার নেগুলট্রাম, ভারতীয় মুদ্রায় প্রায় তিন হাজার টাকার মতোই। ওই করের নাম ‘ব্যাগেজ অ্যালাউন্স’। সঙ্গে ফুন্টসোলিংয়ে ঢুকতে গেলে অনলাইনে এন্ট্রি পাশ আগাম নিতে হবে। সব মিলিয়ে ভুটানের (Bhutan) জয়গাঁ লাগোয়া শহরে ভারতীয়দের অবাধে প্রবেশে লাগাম টানা হল বলে মনে করছে ভারতীয় পর্যটন সংস্থাগুলি। ভারত থেকে দু কদম ঢুকেই ফুন্টসোলিংয়ে যাওয়ার যে পরম্পরা ছিল, এতদিনে তাতে বড় প্রভাব ফেলতে চলেছে ওই নির্দেশিকা। পর্যটনেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। কোভিড পর্ব কাটিয়ে ২৩ সেপ্টেম্বর থেকে ভারত-ভুটান পর্যটনের জন্য ফটক উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশটি। আচমকা ওই নির্দেশিকায় শোরগোল পড়ে গিয়েছে। ভারতীয়রা নাম কা ওয়াস্তে পাশের বিনিময়ে ভুটানের যে কোনও প্রান্তে রাত কাটাতে পারত। এখন থেকে তার জন্য মাথাপিছু ১২০০ টাকা গুনতে হবে। না হলে সে প্রবেশের অনুমতিই মিলবে না। ভুটানে জ্বালানি তেল-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ভারতের তুলনায় অনেকটাই কম হওয়ায় সপ্তাহ শেষে, জয়গাঁ, কালচিনি, মাদারিহাট, আলিপুরদুয়ার ও ফালাকাটার বহু ক্রেতা বাজার করতে যেতেন। বিভিন্ন ধরনের বৈদেশিক পোশাকও সুলভে মিলত। এবার তা দুর্মূল্য হয়ে উঠছে।

আরও পড়ুন-বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন দেশ-বিদেশের শিল্পোদ্যেগীরা

Latest article