পঞ্চমীতেই ঘোষণা বিশ্ববাংলা শারদ সম্মান, ১০৪ পুজো নিয়ে কার্নিভাল

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার এবার কলকাতা ও শহরতলির মোট ১০২টি পুজো কমিটিকে বিশ্ববাংলা শারদসম্মান (Biswa Bangla Sharad Samman 2023) দিয়েছে। আটটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে। রাজ্যের তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, মোট পুরস্কার ১০৪টি হলেও তা পেয়েছে ১০২টি কমিটি। এর মধ্যে সেরার সেরা পুজো ৩৭টি। সেরা মণ্ডপ এবং সেরা প্রতিমা বিভাগে পুরস্কৃত হয়েছে ৫টি পুজো কমিটি। সেরা সাবেকি পুজো নির্বাচিত হয়েছে দুটি পুজো। ১৫টি পুজো কমিটিকে দেওয়া হয়েছে সেরা পরিবেশবান্ধব পুজোর স্বীকৃতি। সেরা ভাবনার জন্য বেছে নেওয়া হয়েছে ১৮টি কমিটিকে। বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে ২৩টি পুজোকে। সেরা থিম সং-এর জন্য পুরস্কৃত হয়েছে সুরুচি সংঘ। কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা এবং সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা বিভাগে ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৩’ (Biswa Bangla Sharad Samman 2023) প্রদান করা হবে। ইন্দ্রনীল সেন জানান, চারশোর বেশি নির্বাচক কলকাতা ও জেলার সেরা পুজোগুলিকে বেছে নিয়েছেন।
এ-বছর পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা, বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশে অনলাইনের মাধ্যমে পুজো কমিটিগুলির থেকে আবেদনপত্র চাওয়া হয়েছিল। কলকাতার রেড রোডে ‘দুর্গাপুজা কার্নিভ্যাল’ আগামী ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার অনুষ্ঠিত হবে। এই কার্নিভ্যালে প্রায় ১০০টি পুজো কমিটি অংশগ্রহণ করবে।

আরও পড়ুন- দুর্গোৎসবে এবার সবুজ মাটির খোঁজ

Latest article