রাস্তায় বিজেপির কোন্দল, বখরা নিয়ে মারামারি

ঘটনার দুই কুশীলব হলেন বিজেপির যুবনেতা অভিজিৎ নাহা ও আইনজীবী নেতা সব্যসাচী রায়চৌধুরী। দু’জনেই একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন।

Must read

প্রতিবেদন : বিজেপির নেতাদের বখরা নিয়ে তুমুল মারামারি এবার রাস্তার মাঝখানে। রবিবার আইসিসিআরে বিজেপির একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা প্রকাশ জাভড়েকর যখন সদুপদেশ দিচ্ছেন তখন তাঁর দলের দুই নেতা ন্যক্কারজনক ভাবে একে অপরের বিরুদ্ধে বখরা নিয়ে কলার ধরে তুমুল মারামারি বাধিয়ে দিয়েছেন। আর ভিড় করে দেখছে বাকিরা। ঘটনার দুই কুশীলব হলেন বিজেপির যুবনেতা অভিজিৎ নাহা ও আইনজীবী নেতা সব্যসাচী রায়চৌধুরী। দু’জনেই একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন।

আরও পড়ুন-বিশ্বকাপের পর ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, আজ মহারণ

সব্যসাচী রায়চৌধুরী বিজেপির যুবনেতা অভিজিতের বিরুদ্ধে ড্রাগ ব্যবসা, বাংলাদেশ থেকে মেয়েদের এনে দেহ ব্যবসা, বাংলাদেশে ফেনসিডিলের মতো নিষিদ্ধ ওষুধ পাচারের সঙ্গে জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ এনেছেন। উল্টোদিকে সব্যসাচীর বিরুদ্ধে অভিজিৎ বিভিন্ন বিজেপি নেতার নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ এনেছেন। রবিবার সন্ধ্যায় বিজেপির অনুষ্ঠানে সব্যসাচীকে দেখেই অভিজিৎ তোলাবাজ বলে কলার ধরে মারতে শুরু করেন। সঙ্গে জুটে যায় আরও কয়েকজন। আইসিসিআরের সামনের রাস্তায় তখন ধুন্ধুমার কাণ্ড। তুমু্ল হইচই। বিজেপির অনুষ্ঠানে কেন সব্যসাচী থাকবেন তা নিয়ে বচসা আরও চরম আকার নেয়। পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে।

আরও পড়ুন-হাম, রুবেলা টিকায় উদ্যোগ স্বাস্থ্য বিভাগের

এই ঘটনার পর ছি ছি পড়ে গিয়েছে চারদিকে। যাঁরা বাংলার ভাল করবেন বলে দিনরাত তৃণমূল কংগ্রেসের দোষ খুঁজে বেড়াচ্ছেন সেই বিজেপির নেতারাই একে অপরের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ এনে রাস্তায় মারামারি করছেন। এই যাঁদের অবস্থা, বাংলার মানুষ কীভাবে কোন আক্কেলে তাঁদের ওপর ভরসা করবেন?

Latest article