‘সিবিআই -ইডি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি’ ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে কোনও ঘটনা হলেই বিজেপির সিবিআইয়ের দাবি। আদালতের সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া নিয়েও মুখ্যমন্ত্রী কার্যত বিস্ময় প্রকাশ করেছেন।

Must read

সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একের পর এক ইস্যু ছুঁয়ে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। এদিন তিনি বেশ ক্ষোভের সুরেই বলেন, সিবিআই -ইডি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। বিরোধী রাজ্যে কোনও ঘটনা হলেই সিবিআই তদন্ত করে দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে ভুলেও সিবিআই হয় না।

আরও পড়ুন-‘কোনও বিলে সই করছেন না রাজ্যপাল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন তিনি বলেন, রাজ্যে কোনও ঘটনা হলেই বিজেপির সিবিআইয়ের দাবি। আদালতের সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া নিয়েও মুখ্যমন্ত্রী কার্যত বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, একটা রাজ্য কাজ করছে। আর তাকে ব্যতিব্যস্ত করতে সারাক্ষণ তাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এভাবে রাজ্য সরকারকে বিপদে ফেলা যাবে না। বিরোধী রাজনৈতিক দলের রাজ্য সরকার হলেই তাকে নানাভাবে ব্যতিব্যস্ত করে কেন্দ্র। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কোথাও সিবিআইয়ের নামগন্ধ নেই। আর ওদের সঙ্গে জুটেছে সিপিএম-কংগ্রেস। একের পর এক গণহত্যা ঘটিয়ে ওদের বড়বড় কথা। আমাদেএ প্রত্যেকটা ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়। আগের কোনটায় ব্যবস্থা নেওয়া হয়েছিল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসা।

Latest article