যোগীরাজ্যে বন্দি পিটিয়ে বদনাম পুলিশের

Must read

প্রতিবেদন : পুলিশি হেফাজতে (Police Custody) মৃত্যুর ঘটনায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। যোগী আদিত্যনাথের রাজ্যে পুলিশ যে কতটা অমানবিক হতে পারে আরও একবার তার প্রমাণ সামনে এল। শুধু তাই নয়, পুলিশি অত্যাচারের ওই ঘটনার ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নিজেকে রীতিমতো জাহির করেছেন বিজেপি বিধায়ক শালাবমণি ত্রিপাঠী (Salabh Mani Tripathi)। যদিও বিধায়কের কাজে প্রকাশ্যে এসেছে যোগীরাজ্যের পুলিশের নির্মম অত্যাচারের ঘটনা। ওই ভিডিওতে দেখা গিয়েছে, থানার মধ্যে অভিযুক্তদের বেধড়ক মারধর করছে পুলিশ। অভিযুক্তরা হাতজোড় করে কাতর আরজি জানালেও তাদের রেহাই দেওয়া হয়নি। পুলিশ লাঠি দিয়ে সমানে মেরে চলছে। ভিডিওটি ট্যুইট করে বিজেপি বিধায়ক (Salabh Mani Tripathi) লিখেছেন, দাঙ্গাবাজদের জন্য রিটার্ন গিফট। পাথরবাজদের এমন শাস্তি দিতে হবে যেন সাত জন্ম মনে থাকে। এ ঘটনায় দেশজুড়ে বিজেপি বিধায়কের মন্তব্যের কড়া নিন্দা করা হয়েছে। পুলিশের এই আচরণকে অত্যন্ত উদ্বেগজনক বলেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ঘটনার প্রতিবাদ করে পাল্টা ট্যুইট করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি লিখেছেন, পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। মানবাধিকার লঙ্ঘন, দলিত ও নারী নিগ্রহের ঘটনা এ রাজ্যেই সবচেয়ে বেশি। যে থানায় এই ঘটনা ঘটছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: কয়লা উৎপাদন ও আয় বাড়ার দাবি : তাহলে সংকট কেন, উঠছে প্রশ্ন

Latest article