গণতন্ত্রের অন্ধকার দিন : মুখ্যমন্ত্রী

দিল্লিতে মঙ্গলবার রাতে যা ঘটল, তা গণতন্ত্রের (democracy) অন্ধকার দিন।

Must read

প্রতিবেদন : দিল্লিতে মঙ্গলবার রাতে যা ঘটল, তা গণতন্ত্রের (democracy) অন্ধকার দিন। গরিব মানুষের অধিকার চাইতে গিয়ে যেভাবে আক্রান্ত হতে হল তা ভারতবর্ষে আগে ঘটেনি। ট্যুইটে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দিনের কবিতা

তিনি লিখছেন, প্রথমে বিজেপি সরকার গরিব মানুষের তহবিল আটকে রাখল। তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণভাবে দিল্লিতে প্রতিবাদ জানাতে গেল। উদ্দেশ্য, গরিবের হকের টাকা আদায়। পরিবর্তে জুটল বর্বর আচরণ। প্রথমে রাজঘাট তারপর কৃষিভবন। দিল্লি পুলিশ বিজেপির লেঠেল বাহিনীর মতো আচরণ করল। মন্ত্রী সাংসদদের আক্রমণ করল। শারীরিকভাবে নিগ্রহ করল। কাদের করল? তাদের কেউ রাজ্যের মন্ত্রী অথবা দেশের সাংসদ। পুলিশ ভ্যানে এমনভাবে তুলে নিয়ে যাওয়া হল, যেন তারা কোনও আসামী। কেন? কারণ তারা সত্যের মুখোমুখি হতে ভয় পেয়েছে। ক্ষমতার অলিন্দে থেকে কাণ্ডজ্ঞান হারিয়েছে। সব সীমা অতিক্রম করেছে। এভাবে বাংলার প্রতিবাদের ভাষা আটকে রাখতে পারবে না। প্রতিবাদ হবে। লড়াই হবে। মানুষ তার অধিকার ছিনিয়ে নেবে। আমি শুধু বলব, আমি ভয় করব না ভয় করব না/ দু’বেলা মরার আগে মরব না ভাই মরব না।

Latest article