ভবানীপুরে ফ্ল্যাটে দম্পতির দেহ উদ্ধার

প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, অশোক শাহর ক্ষতচিহ্ন বুলেটের, রেশমি শাহের ক্ষত সম্ভবত ধারালো অস্ত্রের আঘাতের।

Must read

প্রতিবেদন : ভবানীপুরের ফ্ল্যাটে পাওয়া গেল দম্পতির রক্তাক্ত মৃতদেহ। সোমবার সন্ধ্যায়। হরিশ মুখার্জি রোডে মিত্র ইনস্টিটিউশন থেকে ঢিলছোঁড়া দূরত্বের এই ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করে প্রৌঢ় গুজরাটি দম্পতির দেহ। নাম অশোক শাহ এবং রেশমি শাহ। পেশায় ব্যবসায়ী। শেয়ার মার্কেটের ব্যবসা ছিল এই পরিবারের। দু’জনেরই দেহে ছিল গভীর ক্ষতচিহ্ন।

আরও পড়ুন-পরীক্ষা নিয়ে ভুয়ো নোটিশ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, অশোক শাহর ক্ষতচিহ্ন বুলেটের, রেশমি শাহের ক্ষত সম্ভবত ধারালো অস্ত্রের আঘাতের। সম্ভবত এটি খুনের ঘটনা। দুপুরের দিকেই ঘটেছে এই রহস্যমৃত্যু। দম্পতির এক মেয়ে সন্ধ্যায় ফ্ল্যাটে ফিরেই দেখতে পান বাবা-মায়ের রক্তাক্ত দেহ। সূত্র খুঁজতে পুলিশ কুকুর নিয়ে আসা হয় ঘটনাস্থলে। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন মেয়র ফিরহাদ হাকিম। আসেন নগরপাল বিনীত গোয়েল-সহ পদস্থ পুলিশ কর্তারা। মেয়র জানিয়েছেন, গুলি করে খুন করা হয়েছে বলে শুনলাম।

আরও পড়ুন-মানবিক পুলিশ, মুগ্ধ অভিযুক্তের স্ত্রী বিলকিস

পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তেই উঠে আসবে আসল ঘটনা। অপরাধ করে কেউই পার পাবে না বাংলায়। অপরাধী ধরা পড়বেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটের আলমারি হাট করে খোলা ছিল। ফ্ল্যাটের দরজাও খোলা ছিল। তবে নিছক ডাকাতির উদ্দেশ্যে আততায়ীরা এসেছিল, নাকি নেপথ্যে অন্যকিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। সিসিটিভির ফুটেজ দেখে রহস্য ভেদ করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Latest article