ইস্টবেঙ্গলে সই বোরহার

যাবতীয় প্রতীক্ষার অবসান। স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস যোগ দিলেন ইস্টবেঙ্গলে। লাল-হলুদের সঙ্গে তাঁর চুক্তি এক বছরের।

Must read

প্রতিবেদন : যাবতীয় প্রতীক্ষার অবসান। স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস যোগ দিলেন ইস্টবেঙ্গলে। লাল-হলুদের সঙ্গে তাঁর চুক্তি এক বছরের। ৩০ বছর বয়সি বোরহা গত মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে রীতিমতো নজর কেড়েছিলেন। আইএস এল ও ডুরান্ড কাপ মিলিয়ে ৪টি গোল করা ছাড়াও ৫টি অ্যাসিস্ট করেছিলেন। মে মাসেই হায়দরাবাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছিল বোরহার। তাই ফ্রি ফুটবলার হিসেবেই তিনি যোগ দিলেন লাল-হলুদ শিবিরে।

আরও পড়ুন-সাহারায় ম্যারাথন জয় বাঙালি মেয়ের

বোরহা অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডার এবং লেফট উইংয়ে খেলতে স্বচ্ছন্দ। এমনকী, প্রয়োজনে লেফট ব্যাকেও খেলতে পারেন। এমন একজন ফুটবলারকে হাতে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাদও। তাঁর বক্তব্য, ‘‘বোরহাকে নেওয়ার সিদ্ধান্তটা দারুণ। আক্রমণের পাশাপাশি ও রক্ষণেও সমান স্বচ্ছন্দ। টেকনিক্যালি নিখুঁত। ভারতীয় ফুটবলে একটা মরশুম কাটানোর সুবাদে আইএসএলের মান নিয়েও ওর পরিষ্কার ধারণা হয়েছে। গতবার হায়দরাবাদ এফসির অন্যতম প্রধান অস্ত্র ছিল বোরহা। ও যোগ দেওয়াতে দল শক্তিশালী হল।’’

আরও পড়ুন-সাহারায় ম্যারাথন জয় বাঙালি মেয়ের

লাল-হলুদে সই করে উচ্ছ্বসিত বোরহার বক্তব্য, ‘‘ভারতীয় ফুটবলে আরও একটা মরশুম কাটানোর সুযোগ পেয়ে আমি খুশি। হায়দরাবাদে দারুণ একটা মরশুম কাটানোর পর এবার লাল-হলুদ জার্সি গায়ে চাপাবো। ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য রয়েছে। তাই প্রস্তাব পেয়ে দু’বার ভাবিনি।’’

Latest article