বিক্ষিপ্ত উদ্যোগকে আনা হচ্ছে এক ছাতার তলায়, আধুনিক প্রযুক্তিতে সাজছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেল

একেবারে অন্য রূপে, অন্য চেহারায় আত্মপ্রকাশ করবে সোশ্যাল মিডিয়া ও আইটি সেল৷ সময়ের দাবি মেনেই এর সঙ্গে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি।

Must read

মণীশ কীর্তনীয়া: পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলকে দেখতে পাওয়া যাবে নবকলেবরে। একেবারে অন্য রূপে, অন্য চেহারায় আত্মপ্রকাশ করবে সোশ্যাল মিডিয়া ও আইটি সেল৷ সময়ের দাবি মেনেই এর সঙ্গে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। জোরকদমে চলছে কাজ। আগামী পঞ্চায়েত নির্বাচন তো বটেই, ২০২৪-এর লোকসভা নির্বাচন দলের পাখির চোখ। ফলে সবদিক বিবেচনা করেই দীর্ঘমেয়াদি ভিত্তিতে সোশ্যাল মিডিয়া ও আইটি সেলকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে। আগামী দিনে স্বাভাবিকভাবেই মাঠে ময়দানে নেমে মিটিং-মিছিল-পথসভা-দেওয়াল লিখন হোর্ডিং- ব্যানারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দলের প্রচার এখন থেকে আরও জোরদার করা হবে। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে যাঁরা তৃণমূল কংগ্রেসের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন তাঁদেরকেও এক ছাতার তলায় আনা হবে। এই পর্বের বাছাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়া নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসের মধ্যেই তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্য কমিটি। এরপর ধাপে ধাপে হবে জেলা কমিটি ও বুথ কমিটি। এক্ষেত্রেও বাছাই পর্ব চলছে অত্যন্ত সন্তর্পণে।

আরও পড়ুন-সাগরে প্রস্তুতি দেখতে সেচমন্ত্রী

এতদিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা নিজেদের মতো করে দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে এসেছেন। সম্প্রতি দলের মুখপাত্র ও যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে সোশ্যাল মিডিয়া ও আইটি সেল-এর ইনচার্জের দায়িত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়ে দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলকে একটা ‘স্ট্রিম লাইনে’ আনার কাজ শুরু করেছেন দেবাংশু। যুব সম্প্রদায় তো বটেই, দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে দেবাংশুর জনপ্রিয়তা থাকায় ও অত্যন্ত টেকস্যাভি হওয়ায় সোশ্যাল মিডিয়া ও আইটি সেলকে আরও শক্তিশালী করার জন্য দলের শীর্ষ নেতৃত্ব তাঁর ওপর এই গুরুদায়িত্ব দিয়েছেন। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে দিনরাত এক করে দিচ্ছেন তিনি। দেবাংশুর কথায়, প্রথমেই আমি নজর দিয়েছি বাংলার বিভিন্ন প্রান্ত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের সোশ্যাল মিডিয়ার কর্মীদের এক জায়গায় কীভাবে আনা যায় সে বিষয়ে। একই সঙ্গে একটা শক্তিশালী টিম তৈরি করার জন্য বাংলা জুড়েই আমাদের কাজ চলছে।

আরও পড়ুন-চুলের আমি চুলের তুমি

অবশ্যই আপনারা এবার সোশ্যাল মিডিয়া ও আইটি সেলকে নতুন রূপে দেখতে পাবেন। সঙ্গে ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তিও। নিশ্চিতভাবেই যা চমকে দেবে সকলকে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল প্রচারে ঝড় তুলবে বাংলার প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে। ‌ এর পরের ধাপ ২০২৪-এর লোকসভা নির্বাচন। ফলে স্বাভাবিকভাবে বদলাবে সোশ্যাল মিডিয়ার আঙ্গিক-রূপরেখা ও স্ট্র্যাটেজি। দেবাংশুর সংযোজন, নতুন বছরের শুরুতেই তৈরি হয়ে যাবে সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্য কমিটি। এরপর প্রতিটি জেলায় হবে জেলা কমিটি। তারপর প্রতিটি বুথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাংলা জুড়ে সামগ্রিক উন্নয়ন এবং তাঁর ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা-চিন্তা ও বক্তব্যকে তুলে ধরবে আমাদের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল-এর কর্মীরা। সঙ্গে জেলা নেতৃত্বের প্রতিদিনের দলীয় কাজকর্মের খুঁটিনাটি। একই সঙ্গে বিজেপি-সিপিএম ও কংগ্রেসের প্রতিনিয়ত কুৎসা এবং নোংরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হব আমরা। বলতে পারেন, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল আগামী দিনে বিজেপি সহ বাকি বিরোধী দলগুলির ঘুম কেড়ে নেবে।

আরও পড়ুন-রেলের চাকরিতে প্রতারণাচক্র

বছর শেষে অনেকেই যখন ক্রিসমাসের ছুটি ও অন্যান্য বিষয়ে মজে, তখন নীরবে কাজ করে চলেছেন দেবাংশু ভট্টাচার্য। প্রতিদিন দফায় দফায় চলছে বৈঠক। বিভিন্ন প্রান্তে সশরীরে যাচ্ছেন। কর্মীদের সঙ্গে কথা বলছেন। এক কথায়, এই মুহূর্তে দেবাংশু বাংলা চষে ফেলছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলকে নতুন চেহারায় দাঁড় করাতে।

Latest article