সাগরে প্রস্তুতি দেখতে সেচমন্ত্রী

সাগরমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার সাগরে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বেলা দশটা নাগাদ কাকদ্বীপের লট নম্বর ৮ ঘাটে আসেন

Must read

সংবাদদাতা, সাগর : সাগরমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার সাগরে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বেলা দশটা নাগাদ কাকদ্বীপের লট নম্বর ৮ ঘাটে আসেন। এরপর মুড়িগঙ্গা নদীর পলি তোলার কাজের সর্বশেষ পরিস্থিতি জেনে নেন। পরে কচুবেড়িয়া হয়ে গঙ্গাসাগর মেলা মাঠে পৌঁছন। সাগরতটের ভাঙন রোধে টেট্রাপট পদ্ধতিতে বাঁধ তৈরির কাজও তিনি পরিদর্শন করেন। এছাড়া মেলার সামগ্রিক প্রস্তুতিও খতিয়ে দেখেন মন্ত্রী। সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, বিডিও সুদীপ্ত মণ্ডল।

আরও পড়ুন-গঙ্গাসাগরে এবার পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট

আজ নবান্নে আসন্ন সাগরমেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ মেলার পরিকাঠামো ও পরিচালনার সঙ্গে যুক্ত সমস্ত দফতরের সচিবরা উপস্থিত থাকবেন। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের। এদিন সেচমন্ত্রী পার্থ ভৌমিক জানান, আগামী ৫ জানুয়ারির মধ্যে লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়া ও নামখানা থেকে বেণুবন পয়েন্টে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ শেষ করা হবে। তবে আগামী ১০ জানুয়ারি মেলা শুরুর ঠিক আগে ২৬ ডিসেম্বর ও ৬ জানুয়ারি দুটি ভরা কোটালের জেরে সাগরতটে জলোচ্ছ্বাসের কথা মাথায় রেখে সেচ দফতর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

Latest article