নিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক এবার কালীঘাটে

Must read

প্রতিবেদন : পায়ে চোট পেয়ে চিকিৎসকের নির্দেশে আপাতত বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই করছেন কাজ। তাঁর চলাচলে বিধিনিষেধ থাকায় এবার মুখ্যমন্ত্রীর বাড়িতেই বসবে আগামী মন্ত্রিসভার বৈঠক। নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে এবারের মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। যে কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে ইতিমধ্যেই বৈঠকের কথা জানানো হয়েছে। সেইমতো প্রত্যেককে বৈঠক উপস্থিত থাকতে বলা হয়েছে। উত্তরের জেলায় সফরে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানা গিয়েছে, তারপর স্পেন সফরে গিয়েও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। বিদেশ সফরে গিয়ে ব্যস্ততার কারণে পায়ের চিকিৎসা করাননি মুখ্যমন্ত্রী। পরে কলকাতায় ফিরে এসএসকেএম হাসপাতালে পায়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই রয়েছেন তিনি। বাড়ি থেকেই ভার্চুয়ালি সমস্ত কাজকর্ম করছেন। সেইমতো বাড়িতেই এবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। আগামী বৃহস্পতিবার ১২ অক্টোবর রাজ্য মন্ত্রিসভার বৈঠক তাঁর বাড়িতেই হবে। মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর রেসিডেন্সিয়াল অফিস রয়েছে। সেখানে প্রয়োজনের মন্ত্রিসভার বৈঠক হতেই পারে বলে প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন।

আরও পড়ুন- সিকিমকে টাকা বাংলা বঞ্চিতই, ২৪ কোটি বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী

Latest article