সিবিআই তদন্ত হবে

তবে আপের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার এভাবেই বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে।

Must read

দিল্লির কেজরিওয়াল সরকারের মদ নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। অভিযোগ, নতুন মদ নীতির মাধ্যমে কেজরি সরকার মদ ব্যবসায়ীদের গত এক বছরে প্রায় ১৫০ কোটি টাকা পাইয়ে দিয়েছে। সম্প্রতি উপ- রাজ্যপালের কাছে একাধিক অভিযোগ জানানো হয়, মদ ব্যবসায়ীদের বাড়তি সুবিধা করে দিতেই নতুন মদ নীতি তৈরি করেছে কেজরিওয়াল সরকার।

আরও পড়ুন-পাঁচদিনেই ধস নামল মোদির উদ্বোধন করা এক্সপ্রেসওয়েতে

মদ ব্যবসায়ীরা তাদের বাড়তি আয়ের কিছুটা আদমি পার্টির তহবিলে দিয়েছে। দিল্লি সরকারের আবগারি বিভাগের দায়িত্বে রয়েছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। অভিযোগ, মদ নীতির তৈরির পিছনে রয়েছেন সিসোদিয়া। তবে আপের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার এভাবেই বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে। আসলে কেজরিওয়াল সরকারের জনপ্রিয়তায় ভীত মোদি সরকার। সিসোদিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।

Latest article