আজ শুরু মাধ্যমিক, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফল্য কামনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এদিন ট্যুইট করে শিক্ষামন্ত্রী লেখেন, ৯ লাখ ২০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী এবার পরীক্ষায় বসতে চলেছে বাংলা জুড়ে ছড়িয়ে থাকা ২৬৭৫টি পরীক্ষাকেন্দ্রে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলা ছাত্র-ছাত্রীদের শুভকামনা জানাই। মাথা ঠান্ডা রেখে, শান্ত মনে নিজের সাধ্য অনুযায়ী পরীক্ষা দিন। পরীক্ষা খুব ভাল হোক সকলের।

আরও পড়ুন-‘ভালো আছেন কবীর সুমন’, হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

আজ থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ৯.৪৫টা থেকে বেলা ১টা পর্যন্ত হবে পরীক্ষা। গোটা পরীক্ষা প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় সেই কারণে ইতিমধ্যেই রাজ্যের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদও। যেহেতু পরীক্ষার সময় এবার দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে তাই ভোর পাঁচটা থেকেই পরিবহণ ব্যবস্থাকে সচল রাখা হবে। পর্যাপ্ত পরিমাণে বাস, টোটো, ভেসেল চালানো হবে। গ্যালপিং ট্রেনগুলি প্রতিটি স্টপেজে দাঁড়াবে। এছাড়াও চলবে অতিরিক্ত মেট্রো। শিয়ালদহ থেকে ২১টি অতিরিক্ত ট্রেন চলবে।

আরও পড়ুন-বিজেপি রাজ্যে মা বাবার সামনেই ধ.র্ষিতা নাবালিকা

এদিকে, মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা না হয় সেই কারণে যান চলাচল নিয়ন্ত্রণে জোর দিল কলকাতা ট্রাফিক পুলিশ। পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানের পাশাপাশি এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, শাকসবজি, ফল, মাছ বহনকারী গাড়িগুলো সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে। পরীক্ষাকেন্দ্র বা তার সংলগ্ন এলাকায় কোনওরকম জরুরি পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে প্রশাসন যান নিয়ন্ত্রণ করে বা যান চলাচল প্রয়োজনমতো বন্ধ করতে পারে।
অপরদিকে, পরীক্ষার দিনে অতিরিক্ত বাস চালানোর কথা জানিয়েছে রাজ্যের তিন রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। ডিপো ম্যানেজারদের নির্দেশ দিয়ে বলা হয়েছে পরীক্ষার দিনগুলো সকাল সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাস্তায় বেশি পরিমাণে বাস চালানোর জন্য। বাস পরিষেবা সংক্রান্ত যেকোনও প্রয়োজনে ০৩৩২২৩৬-০৪৬২-০৪৬৩ নম্বরে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন-‘বড়মার কাছে গিয়ে বঙ্গভিভূষণ নিজে তুলে দিয়ে এসেছিলাম’ মতুয়া প্রসঙ্গ তুলে বার্তা মুখ্যমন্ত্রীর

এছাড়াও পরীক্ষার হলে পর্ষদের তরফে বেশ কিছু জিনিস নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরমধ্যে যেমন রয়েছে জলের বোতল, টাকার ব্যাগ তেমনই রয়েছে প্রকাশিত স্ট্যাগন্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী, বই, নোটসের মতো কোনও রকম পড়াশোনার সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লগ টেবিল, বৈদ্যুতিন পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল, মোবাইল ফোন, ব্লুটুথ যন্ত্র, কিন্ডেল রিডার, ইয়ারফোন/বাডস, ট্যাব, পেজার্স, হেল্থ ব্যান্ড, ক্যামেরা, ইত্যাদি সামগ্রী।

Latest article