শুরু সিআইডি তদন্ত ধৃতদের জেল হেফাজত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি তদন্ত শুরু হল। পাঁচজনের একটি দল ঝাড়গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি তদন্ত শুরু হল। পাঁচজনের একটি দল ঝাড়গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। ইতিমধ্যে তদন্ত শুরু করা স্থানীয় থানার রিপোর্টও দেখেন গোয়েন্দারা। গ্রেফতার হওয়া আট কুর্মি নেতাকে সোমবার ফের ঝাড়গ্রাম অতিরিক্ত জেলা দায়রা আদালতের ফাস্ট কোর্টে তোলা হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নতুন করে গ্রেফতার করা হয়েছে হয়েছে নিশিকান্ত মাহাতো নামে একজনকে। তাঁকেও এদিন কোর্টে তোলা হয়।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নীতির প্রশংসা

সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেপাজতে চাইলেও বিচারক জীমূতবাহন বিশ্বাস নামঞ্জুর করে অভিযুক্তদের ১৪ দিনের জন্য জেল হেফাজত দেন। আদালন থেকে বেরনোর সময় কুর্মি নেতা রাজেশ মাহাতো সিবিআই তদন্ত দাবি করেন। জানান, আন্দোলন আগামী দিনেও চলবে। বিরোধী দলনেতার পাশে থাকার প্রসঙ্গে ওঁকে ধন্যবাদও জানান। আদালতচত্বরে অনেকে হাজির ছিলেন। সব মিলিয়ে কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। আরও দুটি নতুন মামলা যোগ হয়েছে। একটি তৃণমূল শহর সভাপতি নবু গোয়ালান, অন্যটি করা হয়েছে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িচালক মাজেদ আলি খানের পক্ষ থেকে।

Latest article