প্রণতিকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

জিমন্যাস্টিক্স বিশ্বকাপে ব্রোঞ্জ

Must read

প্রতিবেদন : জিমন্যাস্টিক্স বিশ্বকাপে ব্রোঞ্জ জয়ী বাংলার প্রণতি নায়েককে (Pranati Nayak) অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে অভিনন্দন-বার্তার সঙ্গে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দেশের তৃতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে বিশ্বকাপে পদক জয়ের নজির গড়েছেন প্রণতি। কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ভল্ট ইভেন্টের ফাইনালে প্রণতির স্কোর ১৩.৬১৬। ভল্ট ফাইনালে উঠেছিলেন দীপা কর্মকারও। তিনি ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন। পশ্চিম মেদিনীপুরের মেয়ে প্রণতির পারফরম্যান্সে দারুণ খুশি মুখ্যমন্ত্রী। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘অভিনন্দন আমাদের বাংলার মেয়ে প্রণতি নায়কেকে। কায়রোতে জিমন্যাস্টিক্স বিশ্বকাপে ব্রোঞ্জ পেয়েছে। বিশ্বমঞ্চে আরও এগিয়ে যেতে প্রণতির জন্য রইল শুভেচ্ছা।’’

আরও পড়ুন-কোটি টাকার প্রতারণার অভিযোগ, জামিন পেলেন পরিচালক রাজকুমার সন্তোষী

বিশ্বকাপের পদক প্রণতিকে (Pranati Nayak) প্যারিস অলিম্পিকের দিকে আরও এক ধাপ এগিয়ে দিল। তাঁর আগে অনুণা রেড্ডি এবং দীপা পদক পেয়েছেন বিশ্ব জিমন্যাস্টিক্সে। এবার অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে দীপার। অথচ, যোগ্যতা অর্জন পর্বে প্রণতির থেকে অনেক এগিয়ে ছিলেন ত্রিপুরার মেয়ে। ফাইনালে বাজিমাত করেন প্রণতি। বিশ্বকাপের আরও তিনটি পর্ব আছে। সেখানে প্যারিসের টিকিট পাওয়ার লক্ষ্যে নামতে হবে প্রণতি, দীপাদের।

Latest article