আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বাগত জানাতে প্রস্তুত চাকলা

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার দেগঙ্গায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chakla Dham- Mamata Banerjee) কর্মিসভাকে কেন্দ্র করে সবরকম প্রস্তুতি সারা৷ কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল৷ লোকসভা নির্বাচনের আগে এই সভা থেকে কোন পথে দল চলবে আজ তার দিশা দেবেন নেত্রী৷ দলের সর্বস্তরের নেতা–কর্মী–সমর্থকরা আজ উপস্থিত হবেন এই কর্মিসভায়৷ উত্তর ২৪ পরগনার ৪টি সাংগঠনিক জেলার সকলে উপস্থিত থাকবেন সভায়৷ একই সঙ্গে এই জেলার চাকলা লোকনাথ মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নের পর এই প্রথম মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী৷ হবে আনুষ্ঠানিক উদ্বোধন৷ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে দফায় দফায় মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তারা। পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা নেতৃত্ব। হেলিপ্যাডের জায়গা, মঞ্চ ও উন্নয়নের কাজকর্মের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী ও প্রশাসনের আধিকারিকরা। মন্দির কমিটি এবং আধিকারিকদের নিয়ে বৈঠকও করেন জেলাশাসক। জেলার মন্ত্রী-বিধায়করাও বারবার পরিদর্শন সেরেছেন। তৃণমূল নেতা তাপস রায় জানান, প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। চারটি সাংগঠনিক জেলার সমস্ত স্তরের নেতা-মন্ত্রী-পঞ্চায়েত-পুরসভার জনপ্রতিনিধিরাও থাকবেন। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানগুলোর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাঁর হাত ধরে দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারাপীঠ, আদ্যাপীঠ, কালীঘাট, কচুয়া ও চাকলা লোকনাথ বাবার মন্দিরে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেগঙ্গার চাকলা (Chakla Dham- Mamata Banerjee) লোকনাথ মন্দিরে সারা বছর ভক্তদের ভিড় থাকে। মন্দিরকে কেন্দ্র করে বেড়েছে ব্যবসা ও কর্মসংস্থান। সেই মন্দিরকেই পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে বিশেষ উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার ইতিমধ্যে ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে।

আরও পড়ুন- মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ ও পদ সৃষ্টির সিদ্ধান্ত রাজ্যের

Latest article