স্বাধিকার কমিটির তলব ঘিরে বিতর্ক

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র কমিটির এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, লোকসভার স্বাধিকার কমিটিকে কৌতুকে পরিণত করেছে বিজেপি।

Must read

প্রতিবেদন : সাংসদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি, এই অভিযোগে বেসরকারি বিমান সংস্থাকে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি তলব করল। ইন্ডিগো সহ বেশ কয়েকটি বিমান সংস্থা এবং অসামরিক বিমান পরিবহণের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিদের ডেকে পাঠাল লোকসভার স্বাধিকার কমিটি। এই পদক্ষেপের সমালোচনায় সরব বিরোধীরা। ৩০ অগাস্ট ইন্ডিগোর ম্যানেজিং ডিরেক্টর রাহুল ভাটিয়া সহ বিমান পরিবহণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ডাকা হয়েছে। সংসদীয় কমিটি কীভাবে বেসরকারি সংস্থার কর্মীদের ডেকে পাঠাতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ইন্ডিয়া শিবিরের তরফে।

আরও পড়ুন-ব্রিকস সম্প্রসারণে চিন সক্রিয়, সতর্ক ভারতও

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র কমিটির এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, লোকসভার স্বাধিকার কমিটিকে কৌতুকে পরিণত করেছে বিজেপি। বেসরকারি বিমান সংস্থা তাদের যাত্রীদের প্রতি দায়বদ্ধ, সাংসদদের প্রতি নয়। সাংসদরা শুধুমাত্র অনুরোধ করতে পারেন, কোনও দাবি জানাতে পারেন না। তাঁর আরও দাবি, এই প্রথমবার নয়। ২০২২ সালে লোকসভার পিটিশন কমিটি ব্যখ্যাতীতভাবে একটি বেসরকারি সিমেন্ট সংস্থাকে ডেকে পাঠায়। যদিও কোনও সংসদীয় বিষয় যুক্ত ছিল না। এইভাবে স্বাধিকার ও পিটিশন কমিটির অপমান সংসদীয় গণতন্ত্রের পক্ষে উপযুক্ত নয়। শিবসেনা (উদ্ধব) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, এটা স্বাধিকারের অপমান। কেন সাংসদরা বেসরকারি বিমান সংস্থার থেকে বিশেষ ব্যবহার আশা করবেন?

Latest article