হিমাচলে মৃত্যু বাঙালি অভিযাত্রীর

তারপরেই উদ্ধারকাজ শুরু করেন জওয়ানরা। রবিবার সকালে সুজয়ের দেহ উদ্ধার হয়। বছর চল্লিশের সুজয়ের নেশাই ছিল ট্রেকিং।

Must read

প্রতিবেদন : ফের প্রাণ কাড়ল ট্রেকিংয়ের নেশা। মৃত্যু হল কলকাতার এক বাঙালি অভিযাত্রীর। হিমাচল প্রদেশের খিমলোগা হিমবাহে ট্রেকিংয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল বছর চল্লিশের সুজয় দলুইয়ের। সুজয়ের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার আমতলায়। সুজয়ের সঙ্গে থাকা বাকিদের উদ্ধার করা হয়েছে। তাঁরা আপাতত নিরাপদে আছেন। গত ১ সেপ্টেম্বর লিওয়ারি গ্রাম থেকে খিমলোগা–চিটকুলের উদ্দেশে রওনা দেন বাংলার তিন ট্রেকার। তাঁদের সঙ্গে ছিলেন আরও ৬ জন পোর্টার। এই দলেই ছিলেন বাঙালি ট্রেকার সুজয় দলুই।

আরও পড়ুন-গাজলে অভিযান সিআইডির, মাছ বিক্রেতার বাড়ি থেকে উদ্ধার কোটি টাকা

কিন্তু ট্রেকিংয়ের পথে খামিলোগা হিমবাহের গর্তে পড়ে যান সুজয়। অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনায় জখম হয়েছেন আরও দুই অভিযাত্রী। তাঁদের নাম সুব্রত বিশ্বাস এবং নরোত্তম জ্ঞান। দু’জনকে স্থানীয় সাংলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের সবাই আপাতত নিরাপদে রয়েছেন। জানা গিয়েছে, ট্রেকিং চলার সময় সুজয় আচমকাই হিমবাহের গর্তে পড়ে যান। বাকি দু’জনও গুরুতর আহত হন। ঘটনার পর ওই দলের পোর্টাররা আহতদের ঘটনাস্থলে রেখে চিটকুলের ইন্দো–তিব্বত সীমান্তের কাছে গিয়ে আইটিবিপি জওয়ানদের গোটা ঘটনা জানান।

আরও পড়ুন-আস্থাভোটের প্রস্তাব হেমন্ত সরকারের

তারপরেই উদ্ধারকাজ শুরু করেন জওয়ানরা। রবিবার সকালে সুজয়ের দেহ উদ্ধার হয়। বছর চল্লিশের সুজয়ের নেশাই ছিল ট্রেকিং। ছেলে এ বছর মাধ্যমিক দিয়েছে। আমতলায় একটি স্টেশনারি দোকানের কর্মচারী। আর্থিক অবস্থা সেরকম ভাল নয়। ট্রেকিংয়ের খুব নেশা ছিল। একমাস আগেও ট্রেকিং করে এসেছেন। তারপরই ৩০ তারিখ ফের ট্রেকিংয়ে উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এবার আর ফেরা হল না সুজয়ের।

Latest article